পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○もも শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ, [ ১৮৮৪, মে ২৪ “অজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান। জ্ঞানী দেখেন তিনিই আছেন, তিনিই কর্তা ; স্বষ্টি, স্থিতি, সংহার করেছেন। বিজ্ঞানী দেখেন, তিনিই সব হয়ে রয়েছেন। “মহাভাব, প্রেম হলে দেখে তিনি ছাড়া আর কিছুই নাই। “ভাবের কাছে ভক্তি ফিকে ; ভাব পাকালে মহাভাব, প্রেম। “(বন্দ্যোপাধ্যায়ের প্রতি)—ধ্যানের সময় ঘণ্টাশব্দ এখনও কি শোনে ?” বন্দ্যো—রোজ ঐ শব্দ শোনা ! আবার রূপদৰ্শন ! একবার মন ধরলে কি বিরাম হয় ? শ্রীরামকৃষ্ণ (সহস্তে )—ই, কাঠে একবার আগুন ধরলে আর নেবে না। ( ভক্তদের প্রতি )—ইনি বিশ্বাসের কথা অনেক জানেন । বন্দ্যো—আমার বিশ্বাসটা বড বেশী । শ্রীরামকৃষ্ণ-কিছু বল না। বন্দ্যো—একজনকে গুরু গাডোল মন্ত্র দিয়েছিলেন, আর বলেছিলেন, ‘গাড়োলই তোর ইষ্ট।’ গাড়োল মন্ত্র জপ করে সে সিদ্ধ চোলো । “ঘেমুড়ে রাম নাম করে গঙ্গা পার হয়ে গিছল।” শ্রীরামকৃষ্ণ—তোমার বাউীর মেয়েদের বলরামের মেয়েদের সঙ্গে এনে । বন্দ্যো—বলরাম কে ? শ্রীরামকৃষ্ণ—বলরাম কে জানো না ? বোসপাড়ায় বাডী । সরলকে দেখলে শ্রীরামকৃষ্ণ আনন্দে বিভোর হ’য়েন । বন্দ্যোপাধ্যায় খুব সরল ; নিরঞ্জনকেও সরল বলে খুব ভালবাসেন। a ঐরামকৃষ্ণ ( মাষ্টারের প্রতি )—তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলেছি কেন ? সে সরল সত্য কি না, এইটি দেখবে বলে।