পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১২ শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ পরিশিষ্ট উপস্থিত-বিজয়, কেদার, রাম, সুরেন্দ্র, চুনীলাল, নরেন্দ্র, নিরঞ্জন, নারাণ, হরিশ, বাবুরাম, মাষ্টার। [ ২য় ভাগ—১৬শ খণ্ড ২৯-৯ ৮৪–eনবমী পূজা। দক্ষিণেশ্বর। প্রত্যুষ হইতে সন্ধ্যা । বিষয়—প্ৰত্যুষে দুর্গানাম ও মৃত্য। ভবনাথ প্রভৃতির সহিত কথা স্বরেন্দ্রের নাম ও ঠাকুরের সমাধি। ভবনাথ ও ঠাকুরের গান ও সমাধি। অপরাহ্নে ভকদের গোলকধাম থেলা । নরেন্দ্র ও ভবনাথ প্রভৃতির প্রতি উপদেশ। নরেন্দ্র, ভবনাথ, মাষ্টর প্রভৃতির সঙ্গে সংকীৰ্ত্তন ও নৃত্য। উপস্থিত—ভবনাথ, বাবুরাম, নিরঞ্জন, লাটু, রামলাল, নরেন্দ্র, হাজরা, মাষ্টার প্রভৃতি। [ ২য় ভাগ—১৭শ খণ্ড ১-১০-৮৪—আশ্বিন-শুক্লা একাদশী | কলিকাতা অধরের বাড়ী ( অপরাহ্ন ও সন্ধ্যার পর ) । বিষয় -অধরের বৈঠকখানা। নারাণ ও বাবুরামকে বলা—কেদার ও বিজয়কে প্রণাম করিতে। বৈষ্ণবচরণের কীৰ্ত্তন—অভিসার ও রাস। ঠাকুরের গৌরাঙ্গের ভাবে গান ঠাকুরের বৈষ্ণবচরণের সহিত দুর্গানাম গান। কেদার ও যোগেন্দ্রের সহিত কথা । উপস্থিত—কেণর বিজয়, অধর, নারাণ, গঙ্গাধর, বাবুরাম, মণি, যোগীন্দ্র প্রভৃতি । [ 55-Y) 3 ২-১০-৮৪—আশ্বিন-শুক্লা-দ্বাদশী ও ত্রয়োদশী । দক্ষিণেশ্বর । বিষয় –মণিলাল মল্লিকের সহিত কথা। সন্ন্যাসীর কঠিন নিয়ম। কেশব ও বিজয়ের কথা। বড়বাজারের মাডোয়ারী ভক্তদের প্রতি উপদেশ । দক্ষিণেশ্বরনিবাসী ছোকরাদের প্রতি উপদেশ । গোবিনা পাল, গোপাল সেন, নিরঞ্জন ও ইরানন্দের কথা। সন্ধ্যার পর আরতি দর্শন ও ভাবাবেশ । প্রিয় মুখুয্যে, মহেন্দ্র কবিরাজ প্রভৃতির প্রতি উপদেশ । ( মধ্যাহ্নের পর ) । উপস্থিত –লাটু, রামলাল, হরীশ, মণি মল্লিক, প্রিয় মুখুয্যে, তাহার আত্মীয় হরি, শিবপুরের একটি ব্রাহ্মভক্ত, বড়বাজার ১২ নং মল্লিক ষ্ট্রীটের মাড়োয়ারী ভক্তের, দক্ষিণেশ্বরের কয়েকটি ছোকরা, সিতির মহেন্দ্র কবিরাজ, মাষ্টার, হাজরা প্রভৃতি। [ ৪র্থ ভাগ—২১শ খও & |