পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰী শ্রীরামকৃষ্ণের দৈনিক চরিত্র—১৮৮৬ ৩২৫ ২৩-১২-৮৫—অগ্রহায়ণ-কৃষ্ণ-দ্বিতীয়া। কাশীপুর (সকাল হষ্টতে ) ৷ বিষয়—সকালে—‘প্রেমের ছড ছড়ি । মাষ্টার ও নিরঞ্জনের সহিত কথা । অমুখেব গুহ উদ্দেশু। শ্ৰীমুখকথিত চরিতামৃত--মণির কাছে মুক্তকণ্ঠ । উপস্থিত—নিরঞ্জন, কালী, চুণী, শশী, মাষ্টার, নবগোপাল। [ ৪র্থ ভাগ—৩১শ খণ্ড Sb-b-Wり一b"" ৪-১-৮৬—অগ্রহায়ণ-কৃষ্ণ-চতুর্দশী। কাশীপুর, সোমবার । বিষয়—নরেঞ্জের সহিত কথা। নরেঞ্জের ঈশ্বরের জন্ত ব্যাকুলতা ও তীব্র বৈরাগ্য। ( বেলা ৪টার পর ) । উপস্থিত-মণি, নরেন্দ্র, বুড়ে গোপাল, নিরঞ্জন, শশী প্রভৃতি। [ ৩য় ভাগ—২৩শ খও ৫-১-৮৬–অগ্রহায়ণ-অমাবস্তা, মঙ্গলবার ২২শে পৌষ। কাশীপুর। বেলা ৪টার পর। বিষয়—মণির সহিত নিলতে কথা । সংসার ও নরক যন্ত্রণ । ‘বাসনায় আগুন দিতে হয়’ । বন্দোবস্তের জন্ত নরেন্ট্রের বাটী গমন । উপস্থিত—নরেন্দ্র, মণি প্রভৃতি । [ ৩য় ভাগ—২৩শ খ গু ১১-৩-৮৬–ফাল্গুন-শুক্ল-মষ্ঠী। কাশীপুর । ২৮শে ফাল্গুন ১২৯২, বৃহস্পতিবার ( রাত্রি প্রায় ৮টা ) । বিষয়-কালীবাড়ীর মুহুরী ভোলানাথের নিকট হইতে শরতের তেল আনিতে যাওয়া । নরেন্থের প্রতি উপদেশ । ‘মায়াবাদ শুকৃনো” । “নিত্যে পৌছে লীলায় থাকা এই পাকা মত।” মহিমাচরণ। উপস্থিত—নরেন্দ্র, শশী, মাষ্টার, বুড়োগোপাল, শরৎ প্রভৃতি। [ ৪র্থ ভাগ—৩২শ খণ্ড ১৪-৩-৮৬–ফাল্গুন-শুক্ল-নবমী। কাশীপুর। রবিবার, ২রা চৈত্র। বিষয়—ভক্তদের ৮ পদসেবা। কেন অমুখে কষ্ট সহ করা। (সন্ধ্যার পর) ।