পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রীরামকৃষ্ণের সাঙ্গোপাঙ্গাদি O86 ২য়—থিয়েটারে চৈতন্তলীলা দর্শন উপলক্ষে, ১৪, ৫ ; নিজ বাড়ীতে ঠাকুরকে লইয়া উৎসব, ২৪, ৩ ; আপনার সব বে-আইনী-২৬, ৩ ; একাঙ্গী প্রেম কাকে বলে ? ২৪, ৬ । ৩য়—ষ্টার থিয়েটারে, ১১, ১ ; ওতে লোক শিক্ষা হবে, ১১, ১ ; একটী সাধ, অহৈতুকী ভক্তি ১১, ২ ; ‘তরে তরঙ্গে ভ্রুভঙ্গে ত্ৰিভঙ্গে যেবা ভাবে’, ১১, ৩ ; তুমি দিন দিন শুদ্ধ হবে’. ১৩, ৩ ; ঠাকুরকে স্তব, ২২, ৩ ; সারদ। (প্রসন্ন) ছেলেট কিন্তু বেশ, ২২, ৪ ; এ রূপটীও দেখছি, ২৪, ১ । ৪র্থ-ঠাকুরের কুষ্ঠ দর্শন, ২৩, ৯ ; ঠাকুরের সাধন কেন জিজ্ঞাসায় ২৩, ৯ ; দক্ষিণেশ্বরে জন্মাষ্টমী দিবসে স্তব—প্রার্থনা—আমমোক্তারি কথা, ২৬, ২ ; ডাক্তার সরকার সঙ্গে কথা প্রসঙ্গে, ২৭, ৫ । ৫ম—আপনার সব কার্য, শ্ৰীকৃষ্ণের মতন, ১৬, ১, 'ফচকিমিতে আপনাকে পারলুম না, ১৬, ২ ; ঐঠাকুর গিরীশের বাট, ১৭, ২ : স্টার থিয়েটারে, ১৭, ২ ; ‘রশুনের গন্ধ কি যাবে, ১৭, ৩ ; তুমি আর তিন বার এসো, ১৮, ২ । রাম—১ম—রাম অধ্যক্ষ । তবেই হয়েছে। ১০, ৪ ; মিছে তর্কে কি হবে, ১৪, ৭ । ২য়—‘হরিশচন্দ্র' কথকতা দিবসে ঠাকুরের সহিত ঈশ্বরীয় কথা প্রসঙ্গে, ৫, ১ ; কেশব সেন কথা প্রসঙ্গে, ১৩, ৩ । ৩য়—বাড়ীতে ঠাকুর সঙ্গে, ৭, ৩ ; দেবেন্দ্রের বাড়ী উৎসবানন্দে, ১৩, ৪ ; ঠাকুরের জন্ত ফুলের মালা লইয়া আগমন, ২৬, ২ । ৪র্থ—পুষ্প মালা দিয়া ঠাকুরের শ্ৰীপাদপদ্ম বিভূষিত করিয়াছেন, ৫, ৯ পেনেটীর মহোৎসবে ঠাকুর সঙ্গে, ৬, ১ ; বেদাস্তবাদী সাধু ঠাকুরকে দেখাইতে আনয়ন ৯, ১ । ৫ম—প্রথম দর্শন, ১, ৩ ; কেশবের বাটতে, ১,৩ ; কেদারের উৎসব দিবসে দক্ষিণেশ্বরে, ২, ১ ; তার বাড়ীতে কীৰ্ত্তনানন্দে, ৫, ৩ ; তাহার কাকুড়গাছি বাগানে, ১৩, ২ ; জন্মোৎসব দিবসে ঠাকুরকে নুতন কাপড় পরান, ১৬, ১ । মনোমোহন—১ম—রামই সব হয়েছেন তবে, ১৩, ১ । ২য়—আজ ১লা অগস্ত্য-•••••'কে জানে বাবু!’ ১, ২ ।