পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুনিয়াছি,—অথবা vকামারপুকুর, yজয়রামবাটী, শু্যামবাজার নিবাসী বা ঠাকুরগোষ্ঠীর ভক্তদের মুখ হইতে র্তাহার চরিত সম্বন্ধে যাহা শুনিতে পাই,— সেগুলি তৃতীয় শ্রেণীর উপকরণ। শ্ৰীশ্ৰীকথামৃত-প্রণয়নকালে শ্ৰীম প্রথম জাতীয় উপকরণের উপর নির্ভর করিয়াছেন। তাছার ধারাবাহিক চরিতামৃত যদি ভিন্ন আকারে শ্রম-প্রকাশ করেন, সেও প্রধানতঃ এই শ্রেণীর উপকরণের উপর, অর্থাৎ শ্রমুখকথিত চরিতামৃতের উপর নির্ভর করিয়া লেখা হইবে। কলিকাতা, ১০ই আশ্বিন ১৩১৭ हे९ > ఏ) e | s ঐীিমার আশীৰ্ব্বাদ ৰাবা জীবন,— র্তাহার নিকট যাহা শুনিয়াছিলে, সেই কথাই সত্য। এক সময় তিনিই তোমার কাছে এ সকল কথা রাথিয়াছিলেন। এক্ষণে আবশ্বকমত তিনিই প্রকাশ করাইতেছেন। ঐ সকল কথা ব্যক্ত না করাইলে লোকের চৈতন্ত হইবে নাই, জানিবে । তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহ। সবই সত্য। একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল, তিনিই ঐ' সমস্ত কথা বলিতেছেন । * * * ২১শে আfষাঢ়, ১৩০৪ । •,