পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম খণ্ড গ্ৰথম পরিচ্ছেদ গ্রীগ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্তসঙ্গে [তান্ত্রিক ভক্ত ও সংসার-নির্লিপ্তেরও ভয় ] ঠাকুর ঐরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে আহারাস্তে কিঞ্চিৎ বিশ্রাম করিয়াছেন। অধর ও মাষ্টর আসিয়া প্রণাম করিলেন। একটি তান্ত্রিক ভক্তও আসিয়াছেন। রাখাল, হাজরা, রামলাল প্রভৃতি ঠাকুরের কাছে আজকাল থাকেন। আজ রবিবার, ১৭ই জুন, ১৮৮৩ খৃঃ অঃ। ৪ঠা আষাঢ় छङ्ग वांशगै । শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি )–সংসারে হবে না কেন ? তবে বড় কঠিন। জনকাদি জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন। তবুও ভয় ! নিষ্কাম সংসারীরও ভয় । ভৈরবীকে দেখে জনক মুখ হেঁট করেছিল ; স্ত্রী দর্শনে সঙ্কোচ হয়েছে । ভৈৰৱী বল্পে, জনক ! তোমার দেখছি এখন জ্ঞান হয় নাই ; তোমার এখনও স্ত্রী পুরুষ বোধ রয়েছে।

  • "কাজলের ঘরে যতই সেয়ানা হওনা কেন, থাকলে একটু না একটু দাগ গায়ে লাগবে। .

“দেখছি, সংসারী ভক্ত যখন পূজা কচ্ছে গরদ পরে তখন বেশ ভাবটা। এমন কি জল-যোগ পৰ্য্যন্ত এক ভাব। তারপর নিজ মূৰ্ত্তি , আবার রজঃ তম: | "সত্ত্ব গুণে ভক্তি হয়। কিন্তু ভক্তির সত্ত্ব, ভক্তির রজঃ গুক্তির তমঃ আছে। ভক্তির সত্ত্ব বিশুদ্ধ সত্ত্ব, এ হলে—ঈশ্বর ছাড়া আর কিছুতেই মন থাকে না, কেবল দেহটা ষাতে রক্ষায় ঐটুকু শরীরের উপর মল্ল ধাঞ্জx.