পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐত্রীরামকৃষ্ণকথামৃত । ১৮৮৪,২৬ অক্টোবর। - * . - , هد AMAMAeeAMAEAMJJAAAS কেল্লা স্বরূপ, এই কেল্লায় থেকে কাম ক্রোধ ইত্যাদির সহিত যুদ্ধ করিতে পারা যায়। আৰার বলছেন, সংসারে থাকবে না তো কোথায় যাবে ? কেরাণী জেল থেকে রেরিয়ে এসে কেরাণীর কাজই করে। অতএব এক রকম বলা হ’লে, জীবন্মুক্ত সংসারেও থাকতে পারে। আদর্শ–কেশৰ সেন ? তাকে o বলেী লেন, ‘তোমারই ল্যাজ খসেছে—আর কা’রু হয় নাই। কিন্তু একটা কর্থী আছে, ঠাকুর কেবল ব’লছেন, মাঝে মাঝে নির্জনে থাকতে হবে। চার গাছে বেড়া দিতে হবে-নচেৎ ছাগলে গরুতে খেয়ে ফেলবে । গাছের গুড়ী হয়ে গেলে, চারিদিকের বেড়া ভেঙ্গে দাও আর না দাও ; এমন কি, शडी বেঁধে দিলেও গাছের কিছু হবে না। নির্জনে থেকে থেকে জ্ঞান লাভ ক’ৱে-ঈশ্বরে ভক্তি লাভ করে, সংসারে এসে থাকলে কিছু ভয় নাই । i তাই, নিৰ্শনৰান্স কথাটা কেবল ব’লছেন। * ತಡ್ದಾ! এইরূপ চিন্তা করিতেছেন! ঠাকুর শ্রীরামকৃষ্ণ মার দু-একটা সংসারভিক্তের কথা বলিতে লাগিলেন। শ্ৰীযুক্ত কেশব সেনের কথার পরই নিলিপ্ত সংসারী ও ঐদেবেন্দ্রনাথ ঠাকুর। ] শ্রীরামকৃষ্ণ (মহিমাচরণাদির প্রতি) । আবার সেজো বাবুর* সঙ্গে দেবেন্দ্র ঠাকুরকে দেখতে গি’ছলাম। সেজে৷ বাবুকে ব'ল্লুম, “আমি শুনেছি, দেবেন্দ্র ঠাকুর ঈশ্বরচিন্তা করে, আমার তাকে দেখবার ইচ্ছা হয়। সেজে৷ বাৰু ব’ল্লে জ্ঞ। বাৰ, আমি তোমায় নিয়ে যাব ; আমরা হিন্দু কলেজে এক ক্লাসে o o গড় তুম, আমার সঙ্গে বেশ ভাব আছে। সেজে৷ বাবুর সঙ্গে অনেক দিন পরে } th হ’ল । দেখে দেবেন্দ্র ব’লে, তোমার একটু বদলেছে—তোমার ভূড়ি, ইষ্টছে! সেঙ্গে বাৰু আমার কথা বল্লে, ইনি তোমায় দেখতে এসেছেন— झर्निचेषब्र শ্বর করে পাগল ? আমি লক্ষণ দেখবার জষ্ঠ দেবেন্দ্রকে বল্লুম দেখি গা তোমার গ। দেবেন্দ্র গায়ের জামা তুললে, দেখলাম—গৌরবর্ণ । তার উপর দিন্দুর ছড়ান ? তখন জেরেন্দ্রের চুল পাকে নাই। ।

“প্রথম যাবার পর একটু অভিমান দেখেছিলাম। তা হবে নু গা ? অত કૈન્ન૬, বিদ্যা, মান, সন্ত্রম ? আমি অভিমান দেখে সেজে-বাবুকে ব’ল্লুম,

• সেজে। বাবু-রাণী রাসমণির জামাতা, শ্ৰীযুক্ত মথুরানাথ বিশ্বাস i. পরমহংসদেবকে মাত্তিশয় গুক্তি করিঙেন ও শিষ্যের স্তায় সেবা করিতেন। : * . , sı