পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৩১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত—পরিশিষ্ট । =বল্লাহলপত্র =াভ । আজ সোমবার ৯ই মে ১৮৮৭ খ্ৰীষ্টাব্দ । জ্যৈষ্ঠকৃষ্ণ-দ্বিতীয় তিথি । নরেন্দ্রাদি ভক্তেরা মঠে আছেন। শরৎ, বাবুরাম ও কালী শ্ৰীক্ষেত্রে গিয়াছেন। নিরঞ্জন মাকে দেখিতে গিয়াছেন। মাষ্টার আসিয়াছেন। খাওয়া দাওয়ার পর মঠের ভাইরা একটু বিশ্রাম করিতেছেন। গোপাল (ঠাকুরউহাকে “বুড় গোপাল বলিতেন। গানের খাতাতে গান নকল করিতেছেন। বৈকাল হইল। রবীন্দ্র উন্মত্তের ন্যায় আসিয়া উপস্থিত । শুধু পা , কাল পেড়ে কাপড় আধখান। পর। উন্মাদের চক্ষের ন্যায় তাহার চক্ষের তারা ঘুরিতেছে। সকলে জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে ? রবীন্দ্র বললেন, একটু । পরে সমস্ত বলিতেছি। আমি আর বাড়ী ফিরিয়া যাইব না ; আপনাদের এখানেই থাকিব । সে বিশ্বাসঘাতক ! বলেন কি মশায়, পাচ বছরের অভ্যাস মদ-, তার জন্য ছেড়েছি! আট মাস হলো ছেড়েছি । সে কি না বিশ্বাসঘাতক । মঠের ভাইরা সকলে বলিলেন, “তুমি ঠাণ্ডা হও । কিসে ক’রে এলে ?” রবীন্দ্র বলিলেন, “আমি কলিকাতা থেকে বরাবর শুধু পায়ে হেঁটে এসেছি।” ভক্তেরা জিজ্ঞাসা করিলেন, “তোমার আর আধখানা কাপড় কোথ৷ গেল ?” রবীন্দ্র বলিলেন, সে আস্বার সময় টানাটানি করলে, তাই আধখানা ছিড়ে গেল। ভক্তেরা বলিলেন, তুমি গঙ্গা স্নান ক’রে এসে, এসে ঠাও। হও । তার পর কথাবাৰ্ত্তা হবে।” রবীন্দ্র কলিকাতার একটী অতি সম্রাস্ত কায়স্থবংশে জন্মগ্রহণ করিয়াছেন । বয়ঃক্রম ২০২২ বৎসর হইবে। ঠাকুর ত্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর কালীবাড়ীতে দর্শন করিয়াছিলেন । এবং তাহার বিশেষ কৃপা-ভাজন হইয়াছিলেন। একবার তিন রাত্রি তাহার কাছে বাস করিয়াছিলেন। স্বভাব অতি মধুর ও কোমল । ঠাকুর খুব স্নেহ করিয়াছিলেন, কিন্তু বলিয়াছিলেন, “তোর কিন্তু দেরী হবে, এখন তোর একটু ভোগ আছে। এখন কিছু হবে না । যখন ডাকাত পড়ে, তখন ঠিক সেই সময় পুলিশে কিছু করতে পারে না। একটু থেমে গেলে তবে পুলিশ এসে প্রেপ্তার করে। আজ রবীন্দ্র বারাঙ্গনার মোহে পড়িয়াছেন। কিন্তু অন্য সকল গুণ আছে। গরীবের প্রতি দয়, ঈশ্বর চিন্তা, এ সমস্ত আছে। বেঙ্গাকে বিশ্বাসঘাতক মনে করিয়া অৰ্দ্ধবক্সে মঠে আসিয়াছেন। সংসারে আর ফিরিবেন না, এই সন্ধর।