পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরাসবিলাস । S\లి সুচঞ্চল হেরি ৪২ ৷ তবে শুন বিবরণ, বলি তাহার কারণ, স্বকুলভূষণ যে রমণী। স্বধৰ্ম্মে ষে করে ভয়, সে কি তবন্থিকে রয়; ওহে নটবরশিরোমণি। ৪৩। কি শিখেছ বেণুগীত, মোহন মন্ত্র মিশ্রিত, তাহে কলপদ গান করি । হরিতে পারহ মন, মুগ্ধ কর ত্রিভুবন, মোরা তাহে হই কুলনারী ॥ ৪৪। ত্রৈ লোক্য সৌভাগ্যোদয়, সবে তুব ৰূপ কয়, যাহাতে গোমৃগক্রমুগণ। হেরি হয় মুগ্ধপ্রায়, পুলক ধরয়ে কায় দেখি শুনি হই ভীত মন ॥ ৪৫ ৷ সুন্দর স্বৰূপবান, এইৰূপ খ্যাতির্মান, হও তুমি এ ব্রজ মণ্ডলে মোরাও সুন্দরী হই, তোমার নিকটে বই, কে মনে কাননে নিশিকালে ॥৪৩। সুন্দর পুরুষকাছে, সুন্দরী গণেরে পাছে, কেহ যদি করে নিরীক্ষণ । কলঙ্কে ভাসিবে কুল, তাহে হাসিবে ছকুল, এই মনে ভয় সৰ্ব্বক্ষণ ॥ ৪৭ ৷ অতএব তুব ঠাই, তেজিয়tযাইতে চাই, এমতে চঞ্চল মোরা সবে। নতুবা তোমার অঙ্গ, শোভা, হেরিয়া ত্রিভঙ্গ, ক্ষুব্ধ না হয়েছে মন এবে ॥ ৪৮ ৷৷ ব্যক্তং উবান ব্রজভয়ার্ভিহরোভিজাতোঁদেৰোষথাদিপুরুষঃ স্থরলোকগ্নেীপ্ত। তন্নোনিধেহি করপঙ্কজমাৰ্ত্তবন্ধে তগুস্তনেৰুচ শিরঃস্থ চ কিন্তরীণাং । ৪১ ৷ যদি বল ওহে কৃষ্ণ, অন্যেতে নহি সতৃষ্ণ, গুণে হই নারায়ণ সম। ব্রজের করিতে হিত, আমার আছয়ে প্রীত, করা নহে তাই ব্যতিক্রম । ৬৯’। তবে শুন রসরাজ, সুত্য তব সেই কাৰ্য, যদি ব্ৰজপীড়া বিনাশন। . তবে কেন গোপীগণে, পীড়া দাও অকারণে, স্বপ্রতিজ্ঞা করিয়া লঙ্ঘন ॥ ৭• • মোরা তব ৰূপ বেশ, হেরি, যে পেতেছি ক্লেশ, সমুন্নত মুম্বুৰ্থ অনলে। যাহা নহে সমাধান, বিনা তব কুপাধান, মরি প্রাণ যার এক কালে ॥৭১ চির দিন এই ব্রত, তোমাতে আছে সাহিত, ব্ৰজজনে করিতে