পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরাসবিলাস । · ᏬᎼ ছকুল, হয়ে প্রাণীকুল তব করমূল, চাহে নিজ শিরে লুইতে। সংসার অরণ্য ভ্রমণেতে ভয়, পেয়ে, যারা তব লভে পদাপ্রয়, ’ সেসবার হয় সৰ্ব্বকামোদয়, ষে তব ঐকর হইতে ॥ যে করেতে করি কমলার কর, কর পরিগ্রহ করিয়ে আদর, সে তোমার, কর সরোরুহুবর, যদি দেহ গোপীসকলুে। তবে বাঁচে ব্রজ, গোপিকার প্রাণ, নহে দহে দেহ দহন সমান, ও কৃপা নিধান হও কৃপাবান, সিঞ্চি কৃপা সুধা সলিলে। - - 镰》 o ব্ৰজজনার্ভিহনু বীর ঘোষিতাং নিজজনৰ্ম্ময়ধ্বংসনস্মিত। ভজ সখে ভবৎকিঙ্করীঃ স্ম নোজলরুহাননং চারু দর্শয় ॥৬ ॥ মোরা হই তব স্বকিঙ্করীজন, চাহি তব মুখ পঙ্কজ দর্শন, ওহে ব্ৰজজন আৰ্ত্তিবিনাশন, প্রকাশন হও এসবে। তুমি হও দানে বীর ব্রতধর, নিজজুনমা হুর স্মিতাধর, ওহে বন্ধুবর স্বলাসৗনিকর, ভজ অতঃপর হে তার ॥ মোর মরি তব বিরহ অনলে, ওহে সখা দেখা চাহি হেন কালে, গোপিকাসকলে এলাগিয়া বলে, বিনক্ষেতে তব চরণে। নিজ মুখ পঙ্করুহ প্রকটন, করি পরিণামে দেহ দরশন, এ ত্রনারায়ণ করিয়া শ্রবণ অাছে ভব সিন্ধু গমনে। প্রশভদেল্লিনাংrপপকর্ষণং তৃণচরামুগং ত্রীনিকেতনং | ফুণিফণপিতং তে পদাম্বুজংস্কৃগু কুচেষু ন কৃদ্ধিস্বচ্ছয়ং৭। ভৃঙ্গাবলিচ্ছন্দঃ । গোপীগণ কহে হরি। মোসবার স্তনোপরি। ঐপদ পঙ্কজ তব। দান কর হে মাধব । ষে চরণ ধ্যান ভরে। প্রণতের পাপ হরে ৷ যাহা তৃণ চর সনে ভ্ৰমে সদাবনে ॥ যাহা করি অভিলাষ। কমলা করে নিবাস। ষেপুদু’কালীয় ফণী। করে ছিল শিরোমণি ॥ সেচরণ স্তনে দিয়ে।' শীতল করহে