পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१९ ঐরাসবিলাস। সকল। সে তব চরণ, কল্যাণ কারণ, রমণ মোদের স্তনে, করি সমর্পণ, বিচ্ছেদ বেদন, বিনাশহ নিজগুণে ॥ r স্থরতবৰ্দ্ধনং শোকনাশনং স্বরিতবেগুন মুষ্ঠ চুম্বিতং। हेতররাগবিস্মরণং নৃণাং বিতর বীর ন্যস্তম্বধরামৃতং। ১৪। মধুর কুজিত, মুরলী চুম্বিত, নিজাধরামৃতসার । যাঁহে অবিরত, বাঢ়ায়, সুব্রত, নাশে শোক অনিবার। যার অস্বিাদন, হইলে স্মরণ, পাসরায় অন্য রস। তাহা করি দান, সবলার প্রাণ, দিয়ে রাখে নিজ যশ ॥ - অটতি যন্তবানছি কাননং ক্রটি যুগায়তে স্বামপশুতাং কুটিলকুন্তলং ভ্রমুখঞ্চ তে জড়উদীক্ষতাং পক্ষকৃন্দ শাং। ১৫ । তুমি দিবা ভাগে, লীলা অনুরাগে, ভ্রম সদাবনেই। তাহে তব মুখ, ন দেখিয়া দুখ, পাই বহু ক্ষণেই । ক্রটিসম কাল, মানিস্থ জঞ্জাল, যুগতুল্য হয় জ্ঞান। তবসে বিরহে, মনস্থির নহে, ব্যা লিত হয় প্রাণ। কুটিল কুন্তল, বৃত মুনিৰ্ম্মল, ক্রমুখ মণ্ডল শাভা। হেরি হয় মনে, এছুই নয়নে নিয়ে দিয়েছে কেবা । যাহে সেইক্ষণ, তব দরশন নিবারণ সেহ করে। ছেপ্রোণী ধিক কি কব অধিক, দোষ দিয়ে বিধাতারে। । পতিস্থতান্বয়ভাতৃবান্ধবানতিবিলঙ্ঘ্য তে, হন্তচু্যতাগ তাঃ। গতিবিদস্তবোদীতমোহিতা কিতৰ ঘোষিত ক "জেৱিশি। >V) প্রতিস্থত জন, ভ্ৰাতৃ বন্ধুগণ, উপেখিয়ে তব আশে। তুয়৷ ৰেণু গীত, শুনিয়া মোহিত হয়ে আসিয়াছি পাশে। বনোস্তব গীত, আছয়েgমতি, জানি যত গোপনারী। তেজি গৃহবাসে, তব পদ আশে, প্রবেশি বনভিতরি । তোমাহেন শঠ, করিয়া