পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী আসিয়াছিল, সুলতানের আদেশই যথেষ্ট। বিষ্ণু মনে মনে বলিলেন, “আরে ছা, মোটে এগার জন ! এদের সঙ্গে আর লড়াই করব কি, গল টিপে ধরলেই হ’ল । না, একটা মজা করা যাকৃ— বিনা রক্তপাতেই কার্য্যোদ্ধার। কিন্তু রক্ত না দেখলে বিষ্ণু শৰ্ম্মার প্রাণ ঠাণ্ড হয় না ; আমি বৈষ্ণব, থুড়ি, শাক্ত কি না। যাই হো’ক—( প্রকাশ্রে }—আসুন আসুন, খা সাহেব, আমাদের বহু সৌভাগ্য যে, আপনার পায়ের ধূলা এই গরীবখানায় পড়েছে।” দলপতি খাঁ সাহেব অশ্ব হইতে অবতরণ পূৰ্ব্বক অতি গম্ভীরভাবে অগ্রসর হইয়া জিজ্ঞাসা করিলেন, "এইটে কি মন্ত্রী দবীর খাসের বাড়ী?” বিষ্ণু। এই বাড়ী তার ছিল বটে, এখন আমার। তিনি বাড়ীঘর সব আমায় বিক্রি ক’রে, নদীর ও-পারে ঐ যে খোড়োঘর দেখছেন, ঐখানে চলে গেছেন ; আর হরদম নেমাজ পড়ছেন। অনুপও সঙ্গে গেছে। আচ্ছা প সাহেব, মানুষের মাথা খারাপ না হ’লে এমন কাজ করে ? - - দলপতি । তোবা তোবা ! এতন বড় আমির থা, আভি বাউরা বন গিয়া । বিষ্ণু। আপনি সমঝদার আছেন ; আপনি একটা আমির টামির হবেন—আসুন, গরীবখানায় বসুন । দলপতি। আপনার কথা শুনে আমি বড় খুলী হ’লুম। ృ (t's