পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী চারিদিকে চাহিতে চাহিতে চলিতে লাগিল। যখন দিবাবসান হইয়া আদিল, তখন উভয়ে আশ্রয় অন্বেষণ করিতে লাগিলেন। এক ব্যক্তি সহসা পৰ্ব্বতন্তরাল হইতে বাহির হইয় তাহার পাৰ্ব্বত কুটারে আশ্রয় গ্রহণার্থে তাহদের আহ্বান করিল। লোকটা বীভৎস বা কুৎসিৎদর্শন নয় ; তথাপি তাহাকে দেখিলে মনে হয়, এ ব্যক্তি দস্থ্য। যথার্থই তাহার উপজীবিকা দস্থ্যত । পুরুষানুক্রমে এই পৰ্ব্বতে সে দস্থ্যতা করিয়া আসিতেছে। তাহার আতিথ্য গ্রহণ করিতে ঈশান একটু ইতস্ততঃ করিল, কিন্তু সনাতন ভয়শূন্তচিত্তে তাহার কুটারমধ্যে প্রবেশ করিলেন ; ঈশানের মন বড়ই উৎকষ্ঠিত রহিল । তিনি গোপনে সনাতনকে বলিলেন, “এই লোকটাকে দস্য বলে আমার মনে হয়।” সনা । তা’ হ’তে পারে ; কিন্তু এ ভয়, এ উৎকণ্ঠ নিয়ে কেন চলেছ ঈশান ? সঙ্গে যা আছে, তা’ এই লোকটাকে দিয়ে দাও । ঈশান। কিছু আছে বটে, কিন্তু সম্বলহীন হয়ে পথ চলা কি ভাল ? - সন। অর্থ সম্বল নয়, অর্থ বিপদ। আর যদি প্রকৃত সম্বল চাও, তবে তার উপর নির্ভর কর। ঈশ। আমি চুপ করে এক জায়গায় বসে থাকলে কি আমার আহার জুটুবে ? ३.१०