বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সনাতন গোস্বামী ছিল, চীৎকার শুনে সাহায্যে এসেছি ; এখন তোমরা একে ঘরে নিয়ে যাও—আমি চললুম।” ১ম আগন্তুক । যাবে কোথা দাড়াও । ( রমণীর প্রতি ) তোমার ইজ্জত নষ্ট করতে চেষ্টা করেছিল ? রমণী । ( মৃদুকণ্ঠে ) হুঁ । সন। সত্য কথা কি বলছ মা ? রমণী নিরুত্তর । দ্বিতীয় আগন্তক যষ্টি আস্ফালন পূৰ্ব্বক কহিল, এই আওরং হামার বহিন—তুমি তাকে এক পেয়ে বেইজ্জত করেছ, হামি তোমাকে মারবে ।” সনাতন । ( সহস্তে ) মারে । স্ত্রীলোকটী উঠিয়া বসিল ; এবং বিস্রস্ত বসন সংযত করিয়া লইয়া উঠিয়া দাড়াইল । স্ত্রীলোকটকে যে বাঘে ধরিয়াছিল, লক্ষণদিতে এরূপ প্রকাশ পাইল না। ব্যাপারটা বুঝিতে তীক্ষ্ণবুদ্ধি সনাতনের বাকি রহিল না। তিনি ধীরপদে তাহর আশ্রমের দিকে অগ্রসর হইলেন ; প্রথম ও দ্বিতীয় ব্যক্তি র্তাহীর পথরোধ করিয়া দাড়াইল । মুহূর্তের জন্তে সনাতনের ইচ্ছা হইল, বৃক্ষশাখা উঠাইয়া লইয়া তিন জনকে উত্তম মধ্যম শিক্ষা প্রদান করেন ; দেহেও অসাধারণ শক্তি, তাহ শ্ৰীকান্ত প্রভৃতি অনেকেই অবগত ছিলেন। ইচ্ছাটা মনে উঠিবামাত্র তিনি তাহা দমন করিয়া স্বগত কহিলেন, “ছি ছি! এখনও ক্রোধ ! আমাকে - >レra *