বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী তোমাস্পশ যোগ্য প্রভু, মুঞি ছার নহি কহু, ঘূণাস্পদময় હરું দেহ পাপময় সুকদৰ্য্য, সাধুর সভায় বর্জ, মোরে স্পর্শ প্রভু না করছ।” { প্রভূ তখন উত্তর করিলেন-- “কৃষ্ণ কৃপা তোম পরি, স্বতেক কহিতে নারি, উদ্ধারিল বিষয়-কূপ হতে । লিম্পাপ তোমার দেহ কৃষ্ণভক্তিমতি অহ তোমা স্পশি পবিত্র হইতে ।” * প্রভু দ্রুতপদে গিয়া সনাতনকে বক্ষমধ্যে জড়াইয়া ধরিলেন । সনাতন কাপিয়া উঠিলেন, তা’র পরই অচৈতন্য হইয়া পড়িলেন। প্রভু এই সুযোগে তাহার দেহে শক্তি সঞ্চার করিলেন। ক্ষণপরে সনাতন চৈতন্তলাভ করিয়া কম্বলখনি টানিয়া গায়ে দিলেন । তাহার অঙ্গের কম্বল প্রভুর দৃষ্টি আকর্ষণ করিল ; প্রভু হয়ত ভাবিলেন, সনাতনের বিষয় বাসনা আজও সম্পূর্ণ যায় নাই । সনাতন সব ত্যাগ করিয়াছেন– স্ত্রী, গৃহ, রাজতুল্য সম্মান, অতুল সম্পদ, সব ত্যাগ করিয়া একখানি ভোট কম্বল শীত নিবারণার্থে গায় দিয়াছেন, তাহাও প্রভূর সহ হইল না ; তিনি ঘন ঘন কম্বলখানির প্রতি দৃষ্টিপাত করিতে লাগিলেন। সনাতন সে দৃষ্টির অর্থ

  • उख**,ांकन ॥

او بيا لا