পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐসনাতন গোস্বামী লাগিলেন । বৎসরের পর বৎসর এইরূপে গড়াইয়া চলিল । প্রভু তখন অপ্রকট, হরিদাস দেহ রাখিয়াছেন। শ্রীরূপ ও অনুপের পুত্র শ্রীজীব বৃন্দাবনে স্বতন্ত্ৰ কুটার উঠাইয়া বাস করিতেছেন। গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস প্রভৃতি প্রভূর বহু ভক্ত বৃন্দাবনে আসিয়া বাস করিতেছেন । বৃন্দাবন তখন আর সে জঙ্গলময় বৃন্দাবন নয়,—চারিদিকে সৰ্ব্বশোভাময় মন্দির–ভক্তকণ্ঠোঞ্চারিত কৃষ্ণনামে চতুর্দিক প্রতিধ্বনিত। সনাতন এই বৈষ্ণব সম্প্রদায়ের কৰ্ত্ত—শ্ৰীবৃন্দাবনের রাজা, তিনি এক্ষণে বৃদ্ধ । সনাতন একদা প্রভাতে যমুনীয় স্নান করিতে গিয়৷ দেখিলেন, একটি স্পর্শমণি স্বল্পজলে পতিত রহিয়াছে। কিন্তু তাহা স্পশ করিতে তাহার প্রবৃত্তি হইল না । মণিতে তাহার প্রয়োজন নাই, অপরেও লোভ করিলে তাহার সৰ্ব্বনাশ হইবে । বিষয়ী লোক বৃন্দাবনে নাই, থাকিলে তাহাকে মণির সন্ধান দিতে পারিতেন। ভাবিয়া চিন্তিয়া অবশেষে এক টুকরা খাপরা সংগ্ৰহ করিয়া তদ্বারা মণি উঠাইলেন এবং তীরের উপর বালুকর নিয়ে তাহাকে প্রোথিত করিলেন। স্নান পূজা সমাপন করিয়া দীর্ঘকাল পরে যখন তিনি তীরে উঠিলেন, তখন এক প্রৌড় ব্রাহ্মণ আসিয়া সনাতনের চরণে দণ্ডবত্ হইলেন। সনাতন বলিলেন, “আপনি ব্রাহ্মণ, আমার २१२