পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী র্যাহার নবধৰ্ম্মে দীক্ষিত মাননীয় ব্যক্তিদিগের সহিত কোনরূপ সম্বন্ধ রাখিলেন, তাহারাও সমাজচ্যুত ও পিরালী নামে আখ্যাত হইলেন । ভাটলা ও কলাগাছির কেহই অব্যাহতি পাইল না ; সকলকেই ধরিয়া মুসলমান করা হইল। তাহদের এই দারুণ দুঃখের মধ্যে এই টুকু মুখ রহিল যে, তাহদের প্রতিবাসীরা সকলেই সমধৰ্ম্মাবলম্বী— কেহ কহাকেও ঘৃণা করিবার নাই। মুসলমান হইয়াও তাহার ছু শিবপূজা বিষ্ণুপুজা ত্যাগ করিল না । প্রাণের প্রাণ, আত্মীয়ের আত্মীয়কে তাহারা সহসা কিরূপে ত্যাগ করিবে ?— পারিল না—দুই তিন পুরুষ পারিল না । মনোহর ও উজ্জলা মুসলমান হইয়া বেশী দিন পৃথিবীতে রহিলেন না । হরিদাস সাত বৎসর বয়সে পথে দাড়াইলেন। কোনও দয়ার্ডচিত্ত প্রতিবাসী তাহাকে আশ্রয় দিলেন। আশ্রয়দাতা, মুসলমান ; হরিদাসও মুসলমান। হরিদাসকে আল্লা নাম শিখান হইল, হরিদাস বলিলেন,হরি কৃষ্ণ নারায়ণ । হরিদাসকে কোরাণ পড়িতে দেওয়া হইল ; হরিদাস পড়িলেন, ভাগবত । হরিদাসকে মসজিদে নেমাজ করিতে লইয়া যাওয়া হইল, হরিদাস সমবেত ব্যক্তিবৃন্দের মধ্যে চীৎকার করিয়া উঠিলেন, “কোথায় আমার দয়াল হরি ” প্রচুর ভৎসনা ও লাঞ্ছনা হরিদাস উপভোগ করিলেন, কিন্তু হরি নাম কেহ তাহাকে ছাড়াইতে পারিল না । 28