পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়–অমর গৌড়ে রূপ-সাগরের পূর্বদিকে দবির খাস সন্তোষের প্রাসাদ। অনুপ টাকশালের অধ্যক্ষ হইয়াছিলেন ; তাহার প্রাসাদ ছিল, রূপসাগরের কিঞ্চিৎ পশ্চিমে খবৃৰ্থবি নামক স্থানে। এ সব সাগর’ তখনও খনিত হয় নাই, কিছুকাল পরে হইয়াছিল। উজির গৃহে আসিয়া দেখিলেন, নবদ্বীপবাসী কতিপয় ব্রাহ্মণ ভিক্ষার্থে দ্বারে দণ্ডায়মান। সাকর মল্লিক তাহদের সাদরে অভ্যর্থনা করিয়া ভিতরে লইয়া গিয়া বসাইলেন । র্তাহারা একে একে তাহদের অভাব নিবেদন করিলেন। কাহারও গৃহ পুড়িয়া গিয়াছে, কেহ টোল করিবেন, কেহ কন্যাদায়গ্ৰস্ত, কাহারও পিতৃশ্ৰাদ্ধ। সাকর মল্লিক জিজ্ঞাসা করিলেন, “আমি মুসলমানের ভৃত্য, ঘবন প্রভুর ইঙ্গিতে হিন্দুর সর্বনাশ করি ; আপনার কোন ভরসায় আমার নিকট ভিক্ষা চাইতে আসিয়াছেন ?” / জনৈক ব্রাহ্মণ উত্তর করিলেন,“আমরা হিন্দুর নিকট আসিয়াছি, হিন্দুকে হিন্দু না দিলে কে দিবে ?” * { ; উজির কহিলেন, “আপনার উত্তরে আমি প্রত ইলাম। আমার ভাণ্ডার খুলিয়া দিতেছি, আপনার ইচ্ছামত অর্থ গ্রহণ করুন |” । o ব্রাহ্মণের সহৰ্ষে আশীৰ্ব্বাদ করিলেন । উজির জিজ্ঞাসা করিলেন, “নিমাই পণ্ডিতের সংবাদ কি ?” ব্রাহ্মণ। তিনি কিছুকাল আগে দীক্ষা নিয়ে গয়া হ’তে ফিরে ❖ማ