পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐসনাতন গোস্বামী কাজি। দেখছি তুমি লোক বড় সোজা নও, তোমার ঘর কোথা ? হরি । শাস্তিপুরে গঙ্গাতীরে ছিল ; এখন আর নাই, কাজি । ভেঙ্গে দিয়েছেন । কাজি। বেশ করেছেন। তোমার বাপ, কাফের না মুসলমান ছিলেন ? হরি। তিনি ব্রাহ্মণ ছিলেন, পীর আলি জোর করে তাকে মুসলমান করেছিল। কাজি। উত্তম করেছিলেন, এতে তার দয়ারই পরিচয় পাওয়া যায়। তাহলে বুঝা গেল তুমিও তোমার বাপের সঙ্গে মুসলমান হয়েছিলে । * হরি । আমি তখন শিশু মাত্র । কাজি। তর্ক করে না—প্রমাণ হলো তুমি মুসলমান হয়েছিলে । হরি। এত জিজ্ঞাসাবাদের প্রয়োজন কি ? আমাকে যে শাস্তি দিতে ইচ্ছা হয়, তাই দিন । - এবার সুলতান জিজ্ঞাসা করিলেন, “তুমি এমন পবিত্র ধৰ্ম্ম গ্রহণের পর কেন আবার হরিনাম কর ?” হরি। আমি যে হরিনাম না করে থাকতে পারি না সুলতান । es