পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী : অনুপ প্রস্থান করিলেন । অমর বলিলেন, “দেখ সনু, আমি বাইশ-লক্ষ স্বর্ণমুদ্র সঞ্চয় করেছি। বিশ লক্ষ পিতার নিকট পাঠাও, আর ব’লে দিও, দেবকার্য্যে এবং হিন্দুর উপকারার্থে যেন এই অর্থ ব্যয় হয়। দুই লক্ষ নবদ্বীপ ও অন্যান্তস্থানের নিঃস্ব ব্রাহ্মণদের মধ্যে বিতরণের জন্ত পাঠিয়ে দেও । সত্বর ব্যবস্থা করবে—এখন তুমি যেতে পার।” সন্তোষ প্রস্থান করিলেন। তখন গৌড়রাজ্যের ভাগ্য-বিধাতা সাকর মল্লিক ধূলায় গড়াগড়ি দিয়া কাদিতে লাগিলেন। 一器米院一 দ্বিতীয় অধ্যায় হরিদাসের কান্না পবিত্র কুলিয়। গ্রামে গঙ্গাতীরে এক খানি কুটার বাধিয়া হরিদাস মহাশাস্তিতে বাস করিতেছেন। প্রত্যহ প্রভাতে উঠিয়। গঙ্গাপারে নবদ্বীপ পানে চাহিয়া প্রণাম করেন, আর যে দিন অন্য কাহারও মুখ দর্শন করিবার পূৰ্ব্বে দূর হইতে গৌরহরির মুখচন্দ্র দেখিতে পান, সে দিন আনন্দে বিহবল হইয়া নৃত্য করিতে থাকেন । তিনি গৌরহরিকে দর্শন করিতে স্ব ইচ্ছায় বড় একটা নবদ্বীপে بیون