পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব । اپريل কারণ ইহা উৎকৃষ্ট স্থানিক বেদন-নিবারক ; অপর, উত্তাপ উৎকৃষ্ট বেদন-নিবাক্ষক । স্থানিক রক্তসঞ্চাপ বশত: বেদন উপস্থিতু হয়, উত্তাপ দ্বার রক্তপ্রণালী সকল প্রসারিত হয় ও তন্নিবন্ধন বেদন নিবারিত হয় । t বিবিধ প্রকার বেদনাযুক্ত পীড়ায় স্থানিক বেদন-নিবারক ঔষধ সকল ব্যবহৃত হয়। সম্ভবপর হইলে সৰ্ব্বাগ্রে বেদন উৎপাদক কারণ নিরাকরণ প্রয়োজন ; কিন্তু অনেক স্থলে, যথা স্নায়ুশূল ও বিবিধ প্রকার কণ্ডুয়ন ( প্রীরাইটিস্) রোগে, এতদসম্ভব হয় ; স্থানিক স্পৰ্শ-হারক ঔষধ সকল ;–কোকেয়িন, কার্বলিক্ য়্যাসিড, অত্যধিক শৈত্য ( বরফ দ্বারা বা ঈথারের শ্রে দ্বারা উৎপাদিত)। পূর্বে এই ন্দ্রে त्याभोछ अल्ल চিকিৎসা আরম্ভের অগ্রে স্থানিক স্পৰ্শ-লোপের নিমিত্ত ব্যবহৃত হইত ; কিন্তু এক্ষণে এতৎ পরিবর্তে কোকেয়িন প্রয়োজিত হয়, ইহাদ্বারা অধিকতর স্থানিক চৈতন্য-লোপ হয়। ঘ। যে সকল ঔষধ-দ্রব্য স্বায়ুকাণ্ডের উপর কার্য্য করে —ইহাদিগকে দীর্ঘকাল সেবন করিলে স্নায়ুসকলের পুরাতন প্রদাহ উৎপাদিত হয় ; স্নায়ুসুত্ৰ সকলের ব্যবধানে সৌত্ৰিক তন্তু সাতিশয় বৃদ্ধি পায় এবং স্নায়ু-স্বত্র সকলের মেদাপকর্ষ উপস্থিত হয়। প্রথমাবস্থায় স্নায়ুসকলের উগ্রতা বশতঃ অত্যন্ত বেদন ও চিনচিনি উপস্থিত হয়, পরে, যেমন উহাদের ক্রিয়া লোপ হইতে থাকে, অসাড়ত, স্পৰ্শ-শক্তির লোপ ও পরিশেষে পক্ষাঘাত উপস্থিত হয় এবং সচরাচর এতৎসঙ্গে পোষণ ক্রিয়ার ব্যাঘাত ঘটে । যে সকল ঔষধদ্রব্য দ্বার স্বযু-অস্তের প্রদাহ ( পেরিফুলি নিউরাইটস্ ) উৎপাদন করে ;–সীস, পারদ, আর্সেনিক, রাবীৰ্য্য। ৬ । যে সকল ঔষধ-দ্রব্য কশেরুকা-মজ্জার উপর কার্য্য করে –বিবিধ প্রকার পরীক্ষা দ্বারা স্থিরীকৃত হইয়াছে যে, নিম্নলিখিত ঔষধদ্রব্য সকল মজ্জার সম্মুখ শৃঙ্গের (য়্যাণ্টিরির কর্ণিউ ) উত্তেজনীয়তা বৃদ্ধি করে,— ষ্ট কুনাইন ক্রসিন, রামোনিয়া, থেৰেইন, ক্লোরোফম, ঈথার, আর্গট, অহিফেন। শেষোক্ত চারিটি ঔষধের ক্রিয় সামান্ত মাত্র, এবং উহাদের ক্রিয়া প্রকাশের প্রথমবস্থায় এইরূপে কাৰ্য্য করে । Gr অাময়িক প্রয়োগ। কশেরুকা-মজ্জার পীড়ায় সম্মুখ-শৃঙ্গ উত্তেজিত করিবার চেষ্টা দ্বারা কদাচিৎ কোন ফল আশা করা যায়, কিন্তু কখন কখন কশেরুকা-মজ্জার পীড়া-জনিত পক্ষাঘাত রোগে ষ্টি কনাইন প্রয়োজিত হয়। ধে সকল ঔষধদ্রব্যার সমুখ শৃঙ্গের (ম্যান্টিরিয়র কপিউয়া) ক্রিয়া