পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4 o সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব মস্তিষ্কের উপর কার্য্যকারক ঔষধ-দ্রব্য সকল সম্বন্ধে আর একটি নিয়ম এই যে, কোন ঔষধ-দ্রব্য মধ্যবিধ মাত্রায় প্রয়োগ করিলে যদি মাস্তিষ্ক্য ক্রিয়া উত্তেজিত করে, অধিক মাত্রায় সচরাচর উহার পক্ষাঘাত উৎপাদন করিয়া থাকে। উদাহরণ,—কোন ব্যক্তিকে ক্লোরোফৰ্ম প্রয়োগ করিলে, প্রয়োগের অনতিপরে সে বিশৃঙ্খলভাবেঃইতস্ততঃ হস্ত পদ ছড়িতে থাকে, কিন্তু পরিশেষে মাত্রাধিক্য হইলে সে সম্পূর্ণ গতিবিহীন হইয়। পড়িয়া থাকে। মাস্তিষ্ক্য উত্তেজক ঔষধসকল নিদ্রাকারক হইয়া কাৰ্য্য করিয়া থাকে। যে সকল ঔষধ-দ্রব্য মস্তিষ্কের সঞ্চলন-বিধায়ক স্বায়ুকেন্দ্রের উপর কার্য্য করে ।— নিম্নলিখিত ঔষধ-দ্রব্য সকল দ্বারা মস্তিষ্কস্থ সঞ্চালক ক্ষেত্রের কোষ সকলের ক্রিয় হ্রাস হয় ;—য়্যালকোহল, স্পর্শহীরক ঔষধ সকল ; ক্লোর্যাল ; ব্রোমাইড, অব, পোটাসিয়াম্ ; ব্রেমাইড, অব, সোডিয়াম ; ব্রোমাইড, অব, য়্যামোনিয়াম্। ব্রোমাইড ঘটিত লবণ সকলের এই ক্রিয়া বশতঃ উহারা মৃগী রোগে ও অন্যান্ত দ্রুতাক্ষেপসংযুক্ত পীড়ায় বিস্তর ব্যবহৃত হয়। নিম্নলিখিত ঔষধ-দ্রব্যসকল দ্বারা মস্তিষ্কের বাহাংশের (কন্টক্স) সঞ্চালন কোষ সকল উত্তেজিত হয় ;– য়্যাট্রোপাইন ; য়্যাবসিস্থ ; ষ্টিক্‌নাইন ; ফাইসষ্টগ মিন। ইহাদের এই ক্রিয় উদ্দেশ্যে আময়িক প্রয়োগ হয় না । সাধারণ মাস্তিষ্ক্য উত্তেজক ঔষধ সকল ।—ইহাদের দ্বারা মানসিক বৃত্তি সকল উত্তেজিত হয়, তৎপরে অধিকাংশ স্থলে প্রলাপ ও অসঙ্গত কাৰ্য্যাদি পরিলক্ষিত হয়। ভিন্ন ভিন্ন স্থলে প্রলাপের কথঞ্চিৎ প্রকার-ভেদ দৃষ্ট হইয়া থাকে। মাস্তিক্য উত্তেজক ঔষধ সকল,—বেলাডোনা ; স্ট্র্যামোনিয়াম্ ; হাইয়োসায়েমাস ; স্বরাবীৰ্য্য ; ক্লোরোফস্ ; ঈথার ; নাইট্রাস অক্সাইড, ; কফী ; চ ; গোয়ারান ; কোক ; ক্যানেবিল্‌ ইণ্ডিক ; লপুলিস্ ; অহিফেন ; স্তান্টোনিন; ক্যাল্ফর ; কুইনাইন ; স্তালিসিলিক্ য়্যাসিড,; তামাক । 寧, ইহাদের মধ্যে অনেকগুলি মাস্তিক্ষেয় - উত্তেজকরূপে অভ্যাসক্রমে ব্যবহৃত হইয়া থাকে , যথা,—সুরা, t>l, কর্ষী, তামাক, অহিফেন, গাজ, কোকা । মস্তিষ্ক উত্তেজনার্থ ঔষধরূপে প্রয়োগ আবগুক হইলে সচরাচর ইহাদের মধ্যে কোন একটি প্রয়োজিত হইয়া থাকে। পুৰ্ব্বোক্ত তালিকার অবশিষ্ট ঔষধদ্রব্য সকল শারীর বিধানে উহাদের অন্ধান্ত ক্রিয় প্রকাশ অভিপ্রায়ে সচরাচর ব্যবহৃত হয় । এই শ্রেণীর বিক্তিৰ