পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SS - সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব । YMLLLSS DDDS BBBBDB BBBS BBBB DD DDD DD তরল পদার্থ বিশেষ । ইহাতে শতকরা ১২ অংশ বিশুদ্ধ ঈখার আছে। জল ও শোধিত স্বরীয় দ্রবণীয়। মাত্রা, in xx-x § ক্রিয়। ব্যাপ্ত উত্তেজক, আক্ষেপনিবারক, কফলিসারক মাদক। বাহ প্রয়োগে শৈত্যকারক, উগ্রতসাধক, ফেক্ষাকারক । শ্বাসগ্রহণ করিলে চৈতষ্ঠ লোপ হয় । § ঈথারের বাষ্প শ্বাসদ্বারা গ্রহণ করিলে গল ও শ্বাসনলীমধ্যে জাল অনুভূত হয়, পরে শ্বাস রোধ হইতেছে এরূপ বোধ হয়, এবং উগ্ৰতাজনক কাস উপস্থিত হয় ; অনস্তর ‘উত্তেজনাবস্থা আরম্ভ হয়। এই অবস্থার উচ্চতর স্নায়ু-কেন্দ্র সকলের ক্রিয়ার মূনাধিক ব্যতিক্রম ঘটে, মন্তক মধ্যে লঘুতা অনুভূত হয় ও কর্ণে ভন ভন্‌ শব্দ হয়, এবং রক্ত-সঞ্চালন দ্রুতগতি হয় ; পরে এই অবস্থা ধমত্ততাবস্থায় ” পরিণত হয়, রোগী প্রলাপগ্ৰস্ত হয়, ও হাসিতে কাদিতে, গোঙরাইতে, বকিতে, গান করিতে বা মারপিট করিতে থাকে। মুখমণ্ডল আরক্তিম, অক্ষিগোলক রক্তবেগগ্রস্ত ও সচরাচর প্রবর্দ্ধিত ; ও শিরা সকল স্ফীত হয় ; স্পৰ্শ-শক্তির হ্রাস হয়, এবং সচরাচর পেশী সকলের বলকর ( টনিক ) সঙ্কোচ বৰ্ত্তমান থাকে। এখনও যদি শ্বাস প্রয়োগ করিতে থাকা যায়, তাহা হইলে “ম্পর্শলে পাবস্থা” উপস্থিত হয়, কশেরুকা-মজ্জার ক্রিয় আক্রান্ত হয় ; সুতরাং স্পর্শানুভবকতার ও প্রত্যাবৃত্ত ক্রিয়ার সম্পূর্ণ লোপ হয় । সাবধানে যথানিয়মে শ্বাসপ্রয়োগ দ্বারা এই অবস্থা দীর্ঘকাল রাখা যাইতে পারে। কিন্তু যদি মাত্রাধিক্য হয়, তাহ হইলে “পক্ষাঘাতাবস্থা” উৎপাদিত হয়; মেডুলার প্রত্যাবৃত্ত ক্রিয়ার কেন্দ্র সকল পক্ষাঘাতগ্রস্ত হয় এবং শ্বাস-ক্রিয় ও রক্ত-সঞ্চলন ক্রিয়া স্থগিত হয় । তালুর পেশী সকলের পক্ষাঘাত বশতঃ সশব্দ শ্বাসপ্রশ্বাস এই অবস্থা আরম্ভের প্রথম নির্দেশক লক্ষণ ; এই সময়ে সাবধান হওয়া আবশ্যক। ঈখার প্রয়োজিত হইলে পরবর্তী ফল স্বরূপ শিরঃপীড়া বমন ও মুখে ঈথারের আস্বাদ প্রকাশ পায়। ইহা দ্বারা প্রগাঢ় অচৈতন্ত্যাবস্থা প্রাপ্ত করাইলে পর কয়েক ঘণ্টা না গত হইলে রোগীর মানসিক বৃত্তি সকল স্বাভাবিক অবস্থা গুনঃপ্রাপ্তি হয় না । ঈখার আভ্যন্তরিক প্রয়োগ করিলে শারীরিক শ্রাবণ-ক্রিয়া বৃদ্ধি পায়, এবং ইহা স্বারা মস্তিষ্ক ও হৃৎপিণ্ড উত্তেজিত হয় । ফলতঃ ইহা স্বরাবীৰ্য্যের স্থায় কাৰ্য্য করে । ঈখা অতি সত্বর ফুসফুস দ্বারা নির্গত হইয়া যায়। আময়িক প্রয়োগ। দেহে অস্ত্রচালনা কালে, রোগীকে উত্তমরূপে পরীক্ষা কালে এবং মূত্রীশ্বরী বা পিত্তাশ্বরী অবতরণ কালে, বেদনামুভূতি নিবারণের নিমিত্ত, চৈতন্তহীরক রূপে ঈথারের স্বাস প্রয়োজিত হয়। এ উদ্দেশ্যে ইহার ক্রিয় গল্পৰ্শলোপাবস্থা”. পর্যন্ত প্রাপ্ত করাইবে। প্রসবকালে বেদন ও যন্ত্রণাদি উপশমিত করণীর্ঘ সচরাচন্তু ঈখার প্রয়োজিত হয়, কিন্তু এস্থলে ইহা কেবল বেদনাকালীন ব্যবহার্ষ্য এবং এস্থলে সম্পূর্ণ অচৈতস্তাবস্থ উৎপাদন প্রয়োজন হয় না। প্রসবের নিমিত্ত বিবিধ প্রকার অস্ত্রচালনা বা হস্তচালনা করিতে হইলে যথা টাৰ্ণিঙ্গ, ফসেন্স, ক্রেলিয়টমি ইত্যাদি, সম্পূর্ণস্পর্শহীরক মাত্রায় ইথার প্রয়োজ্য। বিবিধ প্রকার দ্রুতাক্ষেপ রোগে আক্ষেপের SBBBBBBB BB BBB BB BB BBBB BBBB BDDDS BBB DD DBBS লক্ষেপজনক ও স্বায়বীয়, পীড়ায়, সাক্ষেপ স্বাসকাস, এনজাইন পেকৃটােরিস পাকাশয়ের