পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আর্ণিকা ফ্লোরিস্ । : ని যথা-প্রয়োজন। পার্কোলেশন দ্বারা এক পাইট, করিয়া লইবে । মাত্রা, 3ss—i -* Armoraciae Radix, আর্মোরেসিয়ী রেডিক্স । হস্ রেডিশ্ব রূট। কক্‌লেরিয়া আর্মোরেসিয়া নামক বৃক্ষের সরস মূল । ক্রিয়া। উত্তেজক, ঘৰ্ম্মকারক, মুত্রকারক। বাহপ্রয়াগে উগ্রতাসাধক, দাহক, চৰ্ম্ম প্ৰদাহক । আময়িক প্রয়োগ। পবিপাক-ক্ষীণতা ; পক্ষাঘাত, উদরা, বাত ও স্কাভি-জনিত পীড়া ; স্বরভঙ্গ, অপ্রাদাহিক বক্ষঃপীড়া । স্পিরিটাস্ আর্মোরেসিয়া কম্পোজিটস্। সরস মূল, শুদ্ধ কমলাত্বক, জায়ফল, শোধিত স্বর, জল –( ৮এ ১ ) } মাত্রা, 3 —ii Arnicae Rhizoma, আর্ণিসী রিজোম । আর্ণিকী মণ্টেনা নামক বৃক্ষের শুষ্কাকৃত ক্ষুদ্র ও সংশ্লিষ্ট মূল । -- ক্রিয় ও মস্তিষ্ক-কশেরুকা-উত্তেজক, পাকাশয় ও অস্ত্রের উগ্রত্যসাধক, ঘৰ্ম্মকারক মুত্রকারক ও রজোনিঃসরিক (?) । অধিক মাত্রায় প্রাদাহিক বিষ-ক্রিয়া করে ; ভেদ, বমন, সাতিশয় শিরঃপীড়া ও নাস্ত্রীর ক্ষীণত উপস্থত হয় । আময়িক প্রয়োগ । এমরোরিস, পক্ষাঘাত, ও অন্যান্ত স্নায়বীয় পীড়া, হাইড্রোকেফেলাল ও টাইফাস রোগের শেষাবস্থা, কোন স্থান মচুকাইয়া বা ধেৎলইয়া গেলে । বিষন্ন । অহিফেন, মফিয়া । টিংচুর । অরিষ্ট । , রিজোম্‌ এলকহল (শতকরা ৮০ ) (২০এ ১) । মাত্রা, #ss—i Arnica Floris, আর্ণিকা ফ্লোরিস্ । আর্ণিকী মণ্টেন নামক সুক্ষের পুষ্প মঞ্জরা । ক্রিযাদি । অর্ণিসী রিজোমার স্থায় । টিংচুর আর্ণিসী ফ্লেয়াম্। অরিষ্ট । পুষ্প ২ আউন্স, এলকহলু (শতকর ৪৫) যথাপ্রয়োজন। পার্কোলেশন দ্বারা ১ পাইণ্ট করিয়া লইবে। মাত্রা, ব্লss—i --