পাতা:সংক্ষিপ্ত ভৈষজ্যতত্ত্ব.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঔষধ-দ্রব্য সকলের ক্রিয়া এবং জামরিক প্রয়োগ । হ৩ করেন। ব্যবস্থাপত্রে বিবিধ ঔষধ"দ্রব্য একত্রে ব্যবহৃত হয় ; ভিন্ন ভিন্ন স্থলে ভিন্ন ভিন্ন উদ্দেতে একাধিক ঔষুধ দ্রব্য সম্মিলিত করা হয় ; যখ,—প্রত্যেক ঔষধদ্রব্য অপরাপর ঔষধদ্রব্য হইতে সম্পূর্ণ বিভিন্ন ক্রিয়া প্রকাশ করিবে, অথবা প্রত্যেক ঔষধ-দ্রব্য একইরূপ কাৰ্য্য করিবে, কিম্বা এক বা একাধিক ঔষধ-দ্রব্য প্রধান ঔষধ-দ্রব্যের ক্রিয়া পরিবর্তিত, অর্থাৎ উহার অনভিপ্রেত বিষম বা,কোন যন্ত্রণ উৎপাদক ক্রিয়া সংশোধন করিবে । এই সকল সংশোধক ঔষধ-দ্রব্য সুতরাং পরম্পর ক্রিয়া-বিরোধী ; কিন্তু ইহার এ উদ্দেশ্রে প্রয়োজিত হয় যে, যদিও কোন কোন প্রকারে ইহারা পরস্পর পরম্পরের ক্রিয়া প্রতিরোধ করে, তথাপি দেহেব ভিন্ন ভিন্ন বিধানে প্রত্যেকের স্বতন্ত্র ক্রিয়া প্রকাশ পায় । এইরূপে ক্যালোমেল সহযোগে অহিফেন প্রয়োগ করিলে কোষ্ঠকাঠিন্ত নিবারিত হয়, অথচ মস্তিষ্কে অহিফেনের ক্রিয়ার কোন ব্যাঘাত জন্মে না, আবার, অহিফেন দ্বাবা ক্যালোমেলের বিরেচন ক্রিয় উৎপাদিত না হইয়া পারদের পরিবর্তক ক্রিয় প্রকাশ পায়। অধিকাংশ বিরেচক বটিকায় অন্ত্রের কৃমিগুতির আধিক্য দমন ও যন্ত্রণা দিবারণার্থ বিরেচক ঔষধ-দ্রব্য সহ সংশোধক ঔষধ-দ্রব্য ব্যবহৃত হয় ; ইত্যাদি । ঔষধ-দ্রব্য সকলের ক্রিয় এবং আময়িক প্রয়োগ । কোন ঔষধ-দ্রব্যের “ক্রিয়া’ বলিলে উহা শারীর বিধানে যেরূপে কাৰ্য্য তাহাই বুঝায় । ঔষধ-জব্য সকল পরিবর্তিত না হইয়া যে কাৰ্য্য করে, তাছাকে মুখ্য ক্রিয় (প্রাইমারি-র্যাক্শন ) বলে ; যথা, সালফেট, অৰ, জিঙ্কের বমনকারক ক্রিয়া । , ঔষধদ্রব্য সকল শরীর মধ্যে প্রবেশ করিয়া, এবং রাসায়নিক পরিবর্তনগত, হইয়া আর এক বা একাধিক ঔষধে পরিণত হয়। ঐ নুতন ঔষধের যে ক্রিয়া, তাহাকে গৌণ ( থেকেওরি ) ক্রিয়া কছে ; যথা— ইউভা আসাই সেবনে মূত্রের উপর যে পচন-নিবারক ক্রিয় প্রকাশ পায়, তাহার কারণ এই যে, ইউভা জার্সইএর বীর্য, আর্বিউটন মুত্রপিও দিয়া নির্গমনকালে, কোলাইড ও হাইড্রোচিনোনে বিশ্লিষ্ট হয়। হাইড্রোচিমোৰ <ांक अक्षन *ठन-निवाब्रक €क्ष । th *.