পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬০ মংবাদ পত্রে মেকালেৰ কথা ধাৰ্ম্মিকতার তুল্যরূপে লোক তঃ প্রচার ছিল অতএব তিনি এই ঘোষণা করিলেন যে অন্ত জাদুগরিদ্বার সন্তাসিরদের জাঙ্গরি নষ্ট করিবার এক উপায় পাইয়াছি । ইহা কহিষী আপনি কতক দুৰ্ব্বোধ্য মন্ত্র স্থষ্টি কবিয়া লিখিলেন ও কহিলেন যে এই পত্র নিশানের উপর লট কাইম সৈন্যের অগ্ৰেই লইয় গেলে তাহারদের গুণ জ্ঞান বিফল হইবে । শেষে এই উপায় ফলবান হইল যেহেতুক ঐ সন্তাসির। অত্যন্ত যুদ্ধ করিয়া পশ্চাৎ বাদশাহের সৈন্সের পরাক্রমে তাহার কাটা গেল এবং তাঙ্গারদের মধ্যে কতক সন্তাসির সেনাপতিরদের অল্পকূলে রক্ষা পাইল । অতএব বোধ হয় ষে ঐ সন্তাসিরদের অন্ত:পাতি কতক নাগ। এ প্রদেশেও আমিষ নান দৌরাত্মা করিত। ( ১৮ অক্টোবর ১৮২৩। ৩ কান্তিক ১২৩০ ) শুভাগমন। —শ্ৰীযুত রাইট রিবরেও রিজিনাল্ড হেবর সাহেব কলিকাতার লর্ড বিলোপ অর্থাৎ প্রধান ধৰ্ম্মাধ্যক্ষ হইয়া ইংল্প গুহইতে গত শুক্রবার বৈকালে কলিকাতা পহুছিয়াছেন। তাহার সংক্রমার্থে শনিবার গড়েতে ৰোপ হইয়াছে এবং গত রবিবারে শহর কলিকাতার প্রধান গ্ৰীজ' ঘরে তিনি ধৰ্ম্মেপদেশ করিয়াছেন তাহাতে শহর নিবাসি সাহেব লোকের অনেকে আসিয়াছিলেন। তাঙ্গর উপদেশ শ্রবণ করিয়া সকল বিঞ্জ ব্যক্তিরা তাঙ্গল প্রশংসা কfরয়াছেন ।