পাতা:সংবাদপত্রে সেকালের কথা তৃতীয় খণ্ড.djvu/৪০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংবাদ পত্রে সেকালের কথা يونيو 9\ হিন্দুরদের মধ্যে যে শাস্ত্র অতিশয় প্রমাণ তাহীতে লিখিত আছে ষে শ্ৰীকৃষ্ণের মরণের এক দিবস পর ঐ স্থান সমুদ্রেতে লীন হইল তথাপি সে স্থান অদ্যাপিও অতিপবিত্র জ্ঞান করে এবং ১৫ সহস্ৰ যাত্রি লোক সেই স্থানে প্রতিবৎসর উপস্থিত হয় এবং যাত্রিরদের দানের দ্বারা পূজারিরদের লক্ষ টাকা লাভ হয়। ৬•• বৎসর হইল রঙ্করনামক কৃষ্ণের অতি মূল্যবান প্রতিমূৰ্ত্তি কেহু চুরি করিয়া গুজরাটের ঢাকুর নামক স্থানে স্থাপন করিল এবং অদ্যাপিও সেই স্থানে তাহা আছে। তাহeে দ্বারকার ব্রাহ্মণের অন্য এক মূৰ্ত্তি দ্বারকাতে স্থাপন করিল কিন্তু ১৩ বৎসর হইল সেই প্রতিমূৰ্ত্তিও চুরী করিয়া সন্ধুত্বাৱদ্বীপে কেহ লইং গেল অপর তাহার পরিবর্তে দ্বারকার মন্দিরে অন্য এক মূৰ্ত্তি স্থাপন श्रेशंtझ् । যাত্রির দ্বারকাতে পন্থছিলে গোমতী নামে এক পবিত্র নদীতে অবগাহন করে তাহার অনুমতিপ্রাপণার্থে দ্বারকার অধ্যক্ষকে প্রত্যেক জনের ৪le সওয়া চারি টাকা কিন্তু ব্রাহ্মণের ৩০ টাকা করিয়া দিতে হয় । এইরূপে গুচি হইলে যান্ত্রিরা মন্দিরের মধ্যে প্রবেশ করে এবং দান ধ্যান করে ও কতিপয় ব্রাহ্মণকে ভোজন করায় । অপর ঐ ঘাঞ্জিরা মরমরা স্থানে গমনপূর্বক সেখানকার এক ব্রাহ্মণের দ্বারা একট। লৌহের চিহ্ন ধারণ করে ঐ চিহ্নেতে শখ ও চক্র ও পদ্ম মুদ্রিত আছে। সেই লৌহময় অঙ্কন তপ্ত করিয়া যে স্থানে মনে করে সেই স্থানে চিহ্ন লয় বিশেষতঃ বাহুতে প্রায় সৰ্ব্বদা বালকের গাত্রে সেই চিহ্ন দেওয়া যায়। ৰাত্রিরা কেবল যে আপনারদের নিমিত্তে চিহ্ন গ্রহণ করিতে পারে তাহা নম্ন কিন্তু আপন২ মিত্রেরদের পুণ্য জন্মিবার নিমিত্তেও গ্রহণ করে এবং তাহার পুণ্যভাগী ঐ২ মিত্র হয়। চিহ্ন লইতে ১০ টাকা লাগে । অপর যাত্রীর নৌকারোহণপুৰ্ব্বক ভাট অর্থাৎ শঙ্কদ্বারদ্বীপে গমন করে সেখানে পহছিলে ঐ দ্বীপের স্বামিকে ৫ টাকা কর প্রদান করে। তাহার পর দেবতাকে কোন উত্তম বস্ত্র দান করে এবং তাহাকে উত্তম বস্ত্রীলঙ্কারাদির দ্বারা ভূষিত করে। সেই দ্বীপস্বামী ব্রাহ্মণ তিনি সেই নিবেদিত জব্যসামগ্ৰী লইয়া যৎকিঞ্চিৎ টাকা গ্রহণপূর্বক সেই বস্তু অষ্ট২ যাত্রিরদিগকে নিবেদনকরণার্থে প্রদান করেন এইরূপে একজনের হস্তত্বইতে অন্তের হন্তে যা কিন্তু যত বার হস্তান্তর হয় তাহাতে পুরোহিতেরি লাভ। ( ৯ মে ১৮৩২ ৷৷ ২৮ বৈশাখ ১২৩৯ ) সংপ্ৰতিকার হরিদ্বারের মেলা। [ আমারদের নিজ পত্রপ্রেরকের স্থানে প্রাপ্ত এই गरे । ] দ্বাদশ বৎসরান্তে এতদ্বর্ষে হরিদ্ধারে যে কুম্ভ মেলা হয় তৰিমিত্ত পূৰ্ব্বে অনেক আয়োজন হইয়াছিল বিশেষতঃ চারি ওখারার গোস্বামিরা এক বৎসর পূৰ্ব্বে তথায় সমাগত হইয় আপনারদের নিশান প্রোথিত করিয়া এবং স্ব২ দেবমন্দিরে নানা অলঙ্কার বস্ত্রাদি প্রস্তুত করত পুজোপবেশনীয় স্থানসকল মেরামত করাইলেন এবং শত মোন স্বজি ফুটকলাই ঘৃত লবণ কাঠ গুড় তণ্ডুল চিনি