পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

չԳօ মংবাদ গাত্রে লোকানেৰ কথা পরিশ্রম করিয়াছেন তাহাতে তিনি অতি প্রশংস্ত হইয়াছেন এবং আমারদের ভরসা হয় যে র্তাহার ঐ গ্রন্থ অনেক ব্যবহার হওয়াতে তিনি উপযুক্ত পুরস্কার প্রাপ্ত হইবেন । ( ২২ ফেব্রুয়ারি ১৮৪০ । ১১ ফাল্গুন ১২৪৬ ) জ্ঞানাঞ্চন গ্রন্থের ভূমিকা —সন্দেহসন্দোহ তিমিরহর নানা শাস্ত্রাঙ্কুশীলনপর ধৰ্ম্মবৰ্ম্মাবৃত সাধুজন সমাজেষু । - এই ভারতবর্ষে সৰ্ব্বসাধারণ লোককতৃক মান্য অথচ অকুষ্ঠেয় অনাদি পুরুষ পরম্পরা প্রচলিত যে বৈদিক ধৰ্ম্ম তাহ আধুনিক সামান্তকতৃক অমান্য হইয়াছে ইত্যবধানে রামনারায়ণপুর মথুরা নিবাসি শ্ৰীযুত গৌরীকান্ত ভট্টাচাৰ্য্য রঙ্গপুরে থাকিয়া ব্রাহ্মণাদি বর্ণচতুষ্টয় প্রভৃতির ব্যবহার্ষ্য বিবিধোপনিষৎ স্মৃতিপুরাণেতিহাস ন্যায় বেদান্ত সাংখ্য পাতঞ্জল মীমাংসা ও তন্ত্র প্রভৃতি নানা প্রমাণ সমূহ এবং ভিন্নজাতীয় শাস্ত্র অর্থাৎ পারসী ও আরবী প্রভৃতি বহুবিধ লৌকিক প্রমাণ ও সদযুক্তি দ্বারা কুতকের উচ্ছেদপূর্বক বেদপ্রণীত লোক পরম্পরা কতৃক চিরকালাহুষ্ঠিত অবিগীত ভারতবর্ষীয় চতুর্বর্ণ ধর্শ্বের যথার্থ রূপে সমন্বয় হৃদয়ঙ্গম করণ এবং এই ধৰ্ম্ম বিষয়ে স্বজাতীয় ও বিজাতীয় লোক সমূহকতুক যে সকল বিতণ্ডাবাদ সংঘটনের সম্ভাবনা তাহাও নানা শাস্ত্রীয় প্রমাণ ও দৃষ্টান্ত ও সদযুক্তি দ্বারা নিরাকরণার্থে জ্ঞানাঞ্চন নামে গ্রন্থ প্রস্তুত করিয়াছেন ইহা সদ্বিচক্ষণ মাত্রেরই স্বপ্রাব্য ও আদরণীয় ইত্যবধানে যথার্থান্বেষণে কৃতযত্ব শ্ৰীযুত বাবু নীলরত্ব হালদারের বিশেষ আমুকুল্যদ্বারা বহু যত্নে মুদ্রাঙ্কিত করা গেল। যে সকল মহাশয়ের বৈদিক ধৰ্ম্ম বিষয়ে সন্দিগ্ধচিত্ত আছেন তাহারা যদি এই গ্রন্থ মনোযোগপূর্বক অবলোকন করেন তবে তাহারদিগের অবগুই সন্দেহ ভঞ্জন হইতে পারে । এই গ্রন্থে ভ্রমবশতঃ যদি কোন দোষ প্রকাশ হয় তবে গুণজ্ঞ মহাশয়েরা নীর পরিত্যাগি ক্ষীরভক্ষি হংসের ন্যায় দোষ পরিত্যাগপূৰ্ব্বক অবগুই সারগ্রাহী হইবেন কিমধিকমিতি । শ্ৰীমধুসূদন তর্কালঙ্কারস্ত । ( ২৯ ফেব্রুয়ারি ১৮৪০ । ১৮ ফাল্গুন ১২৪৬ ) ...তেলিনীপাড়া নিবাসি যশোরাশি শ্ৰীযুত বাৰু অন্নদাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় প্রতিমা পূজার বিপক্ষে বঙ্গভাষায় এক গ্রন্থ শীঘ্র প্রকাশ করিবেন কিন্তু এতদেশীয় লোকেরদিগের পূৰ্ব্ব চরিত্র এবং অবস্থা স্মরণ করিয়া চমৎকৃত হইলাম যে এইদেশ হইতে এতাদৃশ পুস্তক প্রকাশিত হইবেক অতএব আমরা উক্ত বাবুকে এই এক সৎপরামর্শ প্রদান করি যে তিনি মূলে জল দান করুন অর্থাৎ স্বদেশের মধ্যে অতি স্বরায় যত্বপূর্বক এক বিদ্যালয় স্থাপনানস্তর তথায় স্থশিক্ষা দ্বারা ছাত্রদিগের মনোবশ করিয়া পশ্চাৎ তাহারদিগকে উক্তরূপ গ্রন্থ অধ্যাপন করাইলে তাহার মনোভীষ্ট অচিরাং, সিদ্ধ হইতে পারে । [ জ্ঞানাম্বেষণ ]