পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০৬ মংবাদ পত্রে মেকালের কথা পত্র কি২ রীতি নীতি দ্বারা নিৰ্ব্বাহ করিবেন তাহ প্রকাশ করেন তবে তাহাকে ধন্যবাদ প্রদান করি যে২ রীত্যনুসারে এই পত্র নির্বাহ হইবে তাহা প্রকাশ করণ আমারদিগের পরামর্শ সিদ্ধ হয় কারণ সেই রীতি নীতি শ্রবণে আহলাদিত হইয়া যাহার এতদ্বিষয়ে সাহায্য করেন নাই তাহারাও উদ্যোগী হইবেন । [ জ্ঞানান্বেষণ ] ( ২১ মার্চ ১৮৪০ । ৯ চৈত্র ১২৪৬ ) [ ধৰ্ম্মতলার একাডিমিক নামক বিদ্যালয়ের পূর্ব অধ্যক্ষ ] মেষ্টর ড্রামণ্ড সাহেবের সপ্তাহিক একজামীনের এবং কলিকাতা লেটররি রেজেষ্টর নামক অভিনব সংবাদ পত্রিকার প্রথম সংখ্যা অবলোকম করিয়াছি ।---জ্ঞানান্বেষণ । অক্ষর-সমস্যা ( ৭ জুন ১৮৩৪ ৷ ২৬ জ্যৈষ্ঠ ১২৪১ ) সংপ্ৰতি সংস্কৃত পারস্য ও আরব্য ভাষা একবর্ণ অর্থাৎ ইঙ্গরাজী রোমান অক্ষরে প্রকৃতরূপে তত্তচ্ছদোচ্চারণ মতে লিখনের এক সহজ ধারা নির্দিষ্ট করিয়া গবর্ণমেণ্টের ডেপুটি সেক্রেটরী শ্ৰীযুত ত্রিবিলিয়ন সাহেবকতৃক প্রকাশিত হইয়াছে তল্লিপি প্রাপ্ত হইয়া থাকিবেন ইহাতে প্রতি ভাষার প্রত্যেক বর্ণাদি বিদিত হওনে যে বহু সময় ব্যয় হয় তাহাতে অন্ত কার্য্য সাধনা হইতে পারে অতএব মদ্ব দ্ধানুসারে এতন্নিয়ম যুক্তি সিদ্ধ অপিচ সৰ্ব্বত্র মন্তত হইয়া প্রচলিত হইলে রচনকৰ্ত্তার সন্তোষদায়ক হয় আপনি এতৎপ্রকরণ ঘটিত স্বীয় মত উদিত করিয়া সংস্কৃতবাণীর লোপাশঙ্কা দূরীকরণ পুরঃসর বাধিত করিবেন ইতি । কস্যচিৎ হিন্দু জনস্ত –চন্দ্রিকা । ( ১৮ জুন ১৮৩৪ । ৫ আষাঢ় ১২৪১ ) ইণ্ডিয়া গেজেটে আলফা ইত্যঙ্কিত যে পত্র প্রকাশ হইয়াছে তাহা আমরা অদ্যকণর ' BBBB KBB BBBB S BBBBBB BBB BB KBBBBB BBB BBBBBBBBBBBBB করিয়াছিলাম যে বঙ্গাক্ষর এতদ্দেশে এমত মূলীভূত হইয়াছে যে তৎপরিবর্তে এতদ্দেশে ইঙ্গরেজী অক্ষর প্রচলিত করা দুঃসাধ্য ইহা ব্যঙ্গোক্তিতে জ্ঞাপন করা যে আমারদের অভিপ্রায় ছিল ঐ লেখকের এই অল্প ভব নিতান্তই ভ্ৰমাত্মক । আমারদের কেবল ইহা দৰ্শাইতেমাত্র অভিপ্রায় ছিল যে চিরকালাবধি বঙ্গদেশস্থ পণ্ডিতেরা সংস্কৃত গ্রন্থসকল বঙ্গাক্ষরে লিখিয়া আসিতেছেন এবং ঐ রীতিপরিবর্তনপূর্বক দেবনাগর অক্ষর প্রচলিতকরণবিষয়ক গবর্ণমেণ্টকর্তৃক ষে উদ্যোগ হইয়াছিল তাহ বিফল দৃষ্ট হইয়াছে।