পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जआोछ ২৭৫ চতুর্থ। কন্দপদাস ইহার সস্তানের না কায়স্থ ন কৈবৰ্ত্ত যথা ত্রিশঙ্কু রাজার স্বর্গ অর্থাৎ না স্বর্গ না ভূমি । মধ্যম সদাশিব তৌলদার ইহার সস্তানেরা কায়স্থ হইয়াছিল এইক্ষণে হাফ খ্ৰীষ্টিয়ান হাফ হিন্দু অর্থাৎ তাহারা মথুরানার্থী হইয়াছে তদ্বিশেষ ১২৪০ সালের ১৮ বৈশাখের আদ্য শ্রাস্কোপলক্ষে রামতন্থ তর্ককে লইয়া গাঙ্গুলি কৈবৰ্ত্তের যে দল বিচ্ছেদ সে ঐ পর্বে জানিবেন । পঞ্চম । কষ্ঠিরাম খুস্কি ইহার সস্তান ঘোষ উপাধি ধারণপূর্বক কুলীন হইতে চাহিয়াছিলেন সে অতি স্থদূর পরাহত কারণ কুলীনের অংশ বংশ মিশ্র গ্রন্থে গ্রথিত আছে সুতরাং সে অাশা ত্যাগ করিয়া গোয়ালা হইয়া রহিলেন । জ্যেষ্ঠ দুলাল সদারের পুত্রকে অখল অথচ অক্রুর অতিধাৰ্ম্মিক দেখিয়া রামকৃষ্ণ হাজরা আপন নিকটে চাকর রাখিয়াছিলেন এবং পৈতৃক ধুনাকিত্বির দোকান ছিল । কএক বৎসর পরে কিঞ্চিৎ সঙ্গতি হইলে আপন শ্রেণি পশ্চিম কুলের সদগোপের সমাজে ঐ ব্যক্তিকে হাজরা বাবুরা সংগ্ৰহ করিয়াছিলেন । হাজরা বাবুর অবসর হইলে কালীচরণ হালদারের দলভূক্ত হন কিন্তু আমরা উহারদিগের বাটীতে কখন পদার্পণ করি নাই কেবল বাসাড়িয়া কাশীযোড়ার ব্রাহ্মণের। যাইতেন । বংশ দোষ প্রযুক্ত আপন নামের আদ্যক্ষর ত্যাগ করিলে পর হালদার মহাশয় উক্ত ব্যক্তিকে দলহইতে বহিষ্কৃত করিয়া দেন । নিরুপায় দেখিয়া বন্দ্যোপাধ্যায়ের শরণ লইয়া দলে থাকেন মাত্র তৎকালীন কায়স্থ কি কৈবৰ্ত্ত কি সদগোপ তাহার জাতি নির্দিষ্ট কেহই করিতে পারেন নাই । বাঙ্গলা সন ১২১৬ সালের ৩০ কাৰ্ত্তিকে ঐ বৃদ্ধ দলিতাঞ্জন কালীয় কলুষ সারেঙ্গের মৃত্যু হয় ঐ প্রেত শ্রাদ্ধে টাণ্ডেল বাবুর রাজা গোপীমোহন দেব বাহাদুরকে সমন্বয়ের কারণ ছয় হাজার টাকা ঘুম দিয়া কতক গুলিন ব্রাহ্মণ কায়স্থকে ভবনে আনিয়াছিলেন কিন্তু কেহ গণ্ডুষও করেন নাই ইহা অনেকে জ্ঞাত আছেন। ধৰ্ম্মসভার বৈঠকে এই কথা উত্থাপন হইলে রাজাকে কহিতে হইবেক তাহার পিতার আমলে এটাকা জমা হইয়াছে । শ্রান্ধের পূর্ব দিনে y হৃদয়রাম বন্দ্যোপাধ্যায় ও e/দুর্গাচরণ চক্রবর্তির তহবিল হইতে হাওলাং লইয়া বাবু বিশ্বনাথ মতিলাল ও বাবু রামচন্দ্র দত্ত এই দুই জনে একত্র ঐ সমন্বয়ের টাকা সমভিব্যাহারে রাজার নিকট দাখিল করিয়াছেন রাজার ভাগিনেয় বাবু নরনারায়ণ মিত্র ঐ টাকা বুঝিয়া লন চরণ ভায় একথা অন্যথা করিতে পারিবেন না । যেহেতু ভায় ঐ সারেঙ্গের পুত্র ও পুত্রবধুদিগের টৰ্ণি হইয়াছেন সৰ্ব্বদা সদর মফঃসলের কাম আঞ্জাম করিতেছেন দ্বিতীয় মফঃসল তালুকের কাম যাই দেখিতেছেন অতএব দপ্তর খুলে দেখিলে সমন্বয়ের খরচ দেখিতে পাইবেন । এইক্ষণে ভায়াকে জিজ্ঞাসা করি আমরা তাহার ক্ষতিকারক নহি কি অপরাধে প্রায় দুই শত ঘর ব্রাহ্মণ কায়স্থকে এক ঘরে করে রাখিলেন অতএব বুদ্ধিমান ভায়াকে আর কি কহিব তিনি হর বাবুর বড় ভাই ইতি ।