পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जयtख పిసిd হইলেন এবং যদ্যপি তৎকৰ্শ্বকরণে আমারদের অমঙ্গল ঘটিবে এবং অনেক টাকা একেবারে মিথ্যা যাইবে এই ভয়ে তাহার পরিজনেরা তাহার প্রতিবন্ধক হইলেন এবং তৎকৰ্ম্ম আরম্ভ সময়ে রাজ্ঞীর লোকান্তর গমনহওয়াতে লোকেরা তাহ অশুভাবহ জ্ঞান করিল বটে তথাপি রাজার দৃঢ় সন্ধতার ক্রটি হইল না তাহার ঐ প্রস্তাবে গবর্ণমেণ্ট পৌষ্টিকতা করিলেন... । --রায় পটনিমাল লোকহিতার্থ এবং ধৰ্ম্মার্থ যে সকল উপকারক সদনুষ্ঠান করিয়াছেন র্তাহার শেষ মহাকৰ্ম্ম কৰ্ম্মনাশার সেতু । অতএব তাহার বিষয়ে যথার্থ কহিতে হইলে অন্যান্য যে সকল কৰ্ম্ম তিনি করিয়াছেন তাহাও জ্ঞাপন করা উচিত যাহাতে স্বদেশস্থেরদের নিকটে র্তাহাকে আদশের দ্যায় বোধ হয় । ১৮০২ সালে মথুরাপুরীতে ৭০ ০০০ টাকা ব্যয় করিয় দিরাগ বিষ্ণুর মন্দির পুনর্বার গ্রন্থন করেন। ঐ বৎসরাবধি কএক বৎসরে মথুরাধামে সিতুয়াল প্রস্তরবদ্ধ এক বৃহৎ পুষ্করিণী প্রস্তুত করেন তাহাতে ৩০০ ০০০ টাকার নূ্যন ব্যয় হয় নাই । ১৮০৩ সালে তিনি দশ হাজার টাকা ব্যয় করিয়া ভড়দেশের এক মন্দির ও চৌবাচ্চা পুনগ্রস্থন করেন । ১৮০৪ সালে তিনি অতিবৃহৎ চৌবাচ্চ অর্থাৎ বাউলি জালামুখি স্থানে নিৰ্ম্মাণ করেন । সেইস্থানে যাত্রিরদের জলাহরণ করাতে অনেক কষ্ট হইত। ঐ চৌবাচ্চা গ্রন্থন করিতে দুই বৎসর লাগে ব্যয় ৯০ ০০ ০ টাকা হয় । ১৮০৫ সালে কুরুক্ষেত্রে এবং পাটিয়ালার নিকটে লক্ষ্মীকুণ্ডে তিনি ৩৫ ০০ ০ টাকা ব্যয় করিয়া তিনটা ঘাট বাধেন । ১৮০৬ সালে তিনি হরিদ্বারের অঞ্চলে কতক ঘাট ও মন্দির প্রস্তুত করাতে ৯০ ০০ ০ টাকা ব্যয় করেন । বৃন্দাবনে রাধারাম ঠাকুরের মন্দিরের নিকটে যাত্রিরদের উপকারার্থ একটা প্রস্তরময় সরাই নিৰ্ম্মাণ করেন তাহাতে ৬০ ০০০ টাকা তাহার ব্যয় হয় । ১৮১০ সালে দিল্লীনিবাসি হিন্দুলোকেরদের গমনীয় কালকাঙ্গনামক স্থানের অতিশয় শোভাকরণার্থে ৫ ০০ ০০ টাকা ব্যয় করেন । ১৮২১ সালে গয়াধামে গমন করিয়া তথাকার নানা ধৰ্ম্মস্থানের মেরামতকরণার্থ ৭০০০ টাকা ব্যয় করেন । - পরিশেষে ১৮৩১ সালে তিনি কৰ্ম্মনাশার সেতু বন্ধন করেন এবং তাহার পূর্বকৃত ভূরি২ কৰ্ম্মাপেক্ষ এই কৰ্ম্মনাশার বন্ধনকৰ্ম্ম অভিহিত ও যশস্কারক । আমরা শ্রবণ করিয়া অত্যন্তাহলাদিত হইলাম যে শ্ৰীযুত গববৃনর জেনরল বাহাদুর পটনিমালকে প্রদত্ত রাজা বাহাদুর খ্যাতি মঞ্জুর করিয়াছেন এবং ঐ রাজা ১৫ অক্তোবরে কাশীধামে খ্ৰীযুত ব্রুক সাহেবকতৃক তদুপাধিনিমিত্ত খেলয়াৎ প্রাপ্ত হইলেন । এবম্বিধ প্রশংসনীয় কৰ্ম্মে শ্ৰীযুত লার্ড উলিয়ম বেটাঙ্ক স্বীয় সন্তোষজ্ঞাপক চিহ্নস্বরূপ আজ্ঞা করিলেন যে গবর্ণমেণ্টের