পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- जधीख * 8 % *مہలిషా শ্ৰীমতী বসন্তকুমারীকে রাখিয়া লোকাস্তরগত হন । এবং তৎসময়ে ছোট রাণীকে অনেক স্থাবর সম্পত্তি নির্দিষ্ট করিয়া দেন তাহার কিয়দংশ কলিকাতার মধ্যে আছে এইক্ষণে তাহা শ্ৰীযুত প্রাণচন্দ্র বাবু ও শ্ৰীমতী বড় রাণীর দখলে আছে। শ্ৰীমতী বসন্তকুমারী স্বন্দরী অথচ যুবতী আপনার বিষয় অধিকার করণার্থ নালিস করিতে ইচ্ছুক হইয়া বড় আদালতের উকীল খ্ৰীযুত হেঞ্জর সাহেবকে কএক মোক্তারনামা দেন তাহার সাক্ষী ঐ রাণীর এতদেশীয় দুই জন দাসী ছিল ঐ মোক্তারনামার সত্যতার বিষয়ে প্রমাণ লওনার্থ বৰ্দ্ধমানের মাজিস্ত্রেট খ্ৰীযুত ওগেলবি সাহেবের প্রতি বড় আদালতের এক হুকুমনাম প্রেরিত হয় তাহাতে এই আজ্ঞা ছিল যে ঐ মোক্তারনামা দুই জন দাসীর সাক্ষ্যের দ্বারা প্রকৃত কি না তজবীজ করিবেন । তাহাতে অনেক দিন ঐ দুই দাসী বৰ্দ্ধমানের আদালতে উপস্থিত থাকে পরিশেষে শ্ৰীযুত ওগেলবি সাহেব শ্ৰীযুত মেলিস সাহেবকে আজ্ঞা করেন যে ঐ হুকুমনাম জারী করিয়া ফিরিয়া পাঠান। তাহাতে ঐ সাহেব তদনুরূপ করিয়া শ্ৰীযুত ওগেলবি সাহেবকে কহিলেন যে ঐ হুকুমনাম আমার নামে প্রেরিত হয় নাই অতএব আমি তাহা জারী করিলে মঞ্জুর হইতে পারে না তৎপ্রযুক্ত অন্য এক হুকুমনামা শ্ৰীযুত ওগেলবি ও শ্ৰীযুত মেলিস উভয় সাহেবের নামে প্রেরিত হইল কিন্তু তাহারা তাহা জারী না করিয়া লিখিলেন এই হুকুমনামানুসারে কৰ্ম্ম করিতে আমারদের আপত্তি আছে। পরে অন্য এক জন সাহেবের নামে অপর এক হুকুমনাম প্রেরিত হওয়াতে তিনি তৎক্ষণাৎ তাহা জারী করিলেন । অতএব এইক্ষণে ছোট রাণীর পক্ষে মোক্তারনামা সিদ্ধ হওয়াতে অগোঁণেই মুপ্রিম কোর্টে মোকদ্দমা আরম্ভ হইবে । বোধ হইতেছে এইক্ষণে শ্ৰীযুত প্রাণচন্দ্র বাবু ও শ্রীমতী বড়রাণী কমলকুমারীর উদ্যোগে শ্ৰীমতী রাণী বসন্তকুমারী নজরবন্দী আছেন । অতএব শ্ৰীযুত হেজর সাহেব বৰ্দ্ধমানে গমন করিলেও ঐ রাণীর সহিত কোন কথোপকথন হইতে পারিল না । কুরিয়র পত্রে লেখে যে এইরূপে চারি মাস গত হইলে পর ঐ সাহেবের প্রতি আদালতের অল্পমতি হইল যে আপনি রাণীর সঙ্গে সাক্ষাং করিতে পারেন । ) আগষ্ট ১৮৩৮ । ৩ ভাদ্র ১২৪৫ של ) বঙ্গদেশের গবর্ণমেণ্টের সেক্রেটরী শ্ৰীযুত হোণ্ট মেকেঞ্চি সাহেব বরাবরেষু — আমারদের নিবেদন ষে আপনারা নিতান্ত অনুগ্রহপূর্বক আমারদিগেব দরখাস্ত শ্ৰীলশ্ৰীযুক্ত গবরনর জেনরল বাহাদুরের হুজুর কৌন্সেলে সমাবেদন করেন। । আমারদের yপ্রাপ্ত স্বামী মহারাজা . প্রতাপচন্দ্ৰ বৰ্দ্ধমানের মহারাজ ৬/তেজশ্চন্দ্র বাহাদুরের পুত্র বাঙ্গালা ১২২৭ সালের ২৭ পৌষে yপ্রাপ্ত হন এবং আমারদিগকে অর্থাৎ দুই বিধবাকে হিন্দুর ধৰ্ম্ম শাস্ত্রীয় ব্যবস্থানুসারে স্থাবর স্থাবর তাবদ্বিষয়ে উত্তরাধিকারিণী রাখিয়া যান। আমারদের yপ্রাপ্ত স্বামির জীবদ্দশায় অতিবৃহৎ জমীদারী ছিল তাহা কতক তাহার পিতামহীর দত্ত কতক তাহার পিতার দত্ত কতক তিনি স্বয়ং