পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মংৱাদপত্রে সেকালের কথা ولمبوټي؟ আমার লিখনে যদি প্রত্যয় না হয় । তথায় গমন করি জানিবা নিশ্চয় ॥ সংক্ষেপেতে রচিলাম সব বিবরণ। উপহাস না করিবেন এই নিবেদন ॥ কস্তচিৎ পত্র প্রেরকস্ত । আমরা.পাঠকবর্গকে অনুরোধ করিতেছি যদ্যপি ইংরাজী বিদ্যা বালককে শিক্ষা করাইতে হয় তবে উক্ত পাঠশালায় পাঠাইলে ভাল হয় আমরা বিশেষ অবগত হইয়াছি শ্ৰীযুত গৌরমোহন আঢ্য অতি ধাৰ্ম্মিক এবং বালকগণের যাহাতে স্বরীতি হয় তাহাতে বিশেষ মনোযোগ আছে । সাহিত্য ( ২৮ এপ্রিল ১৮৩১ । ১৬ বৈশাখ ১২৩৮ ) শবকামধুরাভিধান সংক্ষেপ বিজ্ঞাপন –এতন্মহানগরে বিবিধ বুদ্ধকর্তৃক বিবিধ বুধ মনোরঞ্জক শব্দার্থবোধজনিত সংশয় প্রভঞ্জক বিবিধ গ্রন্থ বিরচিত হইয়া যদ্যপি বিজ্ঞাবিজ্ঞ সাধারণ জন সমূহের সমূহোপকারক হইতেছে তথাপি তত্তদগ্রন্থালব্ধ ফল প্রাপ্তি নিমিত্ত স্ববুদ্ধহসারে নানাবিধ শাস্ত্র এবং অমরসিংহ রুতাভিধান একাক্ষর কোষ মেদিনী প্রভৃতি গ্রন্থসমূহহইতে শব্দচয় সমাহরণ পুরঃসর প্রসিদ্ধ ঋষিপ্রণীত ও সাধু ব্যবহৃত ও চলিত এবং কতিপয় ব্যবহারোপযোগি প্রচলিত যাবনিক শব্দের রূঢ়ি যৌগিক বিশেষে অকারাদি ক্ষকারাস্ত স্থশ্রেণীক্রমে সংগৃহীত হইয়া শব্দকামধুর সংজ্ঞক অভিধান প্রকাশিত হইবেক এতৎ সংগ্রহে পৰ্য্যায়গত সংস্কৃত শব্দের অস্তিমাক্ষর এবং লিঙ্গপ্রভেদক চিকু বিশেষের সহিত নানার্থ ও একাৰ্থ বোধক শব্দ সমুদয় বিন্যস্ত হইবেক যথা অগ্নিশব্দ বোধার্থে অগ্নিবোধক শব্দ সকল এবং ক শব্দার্থে ব্ৰহ্মা ও বায়ু ইত্যাদি কিন্তু বকারত্বয়ের বিশেষ চিহ্লাভাবে ভিন্নশ্রেণী করণে প্রয়োজনাভাব ইহাতে যদ্যপি কোন মহাশয়েরা উক্তাক্ষর স্বয়ের ভেদ করিতে লেখেন তাহা অবশ্ন করা যাইবেক এতদ্বিষয় বিশেষ প্রয়াসে বহুক্লেশে সম্পন্ন করিতে উদযুক্ত হইয়াছি অতএব উত্তম বিচক্ষণ জন গণ কর্তৃক বিবেচনাপূর্বক সংশোধনানন্তর উত্তম প্রশস্তাক্ষরে মূল এবং ক্ষুদ্রাক্ষরে তদৰ্থ স্ত্রীরামপুরের বা পাটনাই কাগজে এবং উত্তম মসীদ্বারা চন্দ্রিকাযন্ত্রালয়ে যস্থিত হইয়া চৰ্ম্মাদি সহ বন্ধ হইয়া প্রকাশিত হইবেক উক্ত গ্রন্থের পরিসর অৰ্দ্ধতা পরিমাণের নূ্যনাতিরিক্ত ৫• • পাচ শত পৃষ্ঠা হইবেক ইহাতে পষ্ঠ গদ্যাদি রচনাবিষয়ে যে উপকার তাহ এতদগ্রন্থবরাবলোকনে অবিদিত থাকিবেক না অপর পণ্ডিত ত্রয়ের এবং সংগ্ৰহকারের নাম নিম্নভাগে স্বাক্ষরিত হইল উক্ত গ্রন্থের ব্যয়াকুকুল্য মূল্য নিরূপণে অসমর্থ অহুমান নূ্যনাধিক ৮ অষ্ট অথবা ১০ দশ মুদ্রা হইতে পারে কিন্তু স্বাক্ষরকারিভিন্নান্য