পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

by & अब्रिनिडे శ్రీశ్రీ যখন যুবন বিদ্যা হইল উপার্জন । কুল ধৰ্ম্ম কৰ্ম্ম সব করি বিসর্জন ॥ ছিড়িলাম কণ্ঠী আর না করি তিলক । শালগ্রাম লোড়' বুঝি গুরু প্রতারক । সন্ধ্যা বন্দনাদি ত্যজি যবন আচার । করি সদা মনে ভাল বাসি সে বিচার ॥ তাতে শ্রদ্ধা কত হইল কব কি বিশেষ । মহরমে বুক কুটি পরি কালা বেশ ॥ যবনী প্রয়িসী গর্ভে স্থপুত্র জন্মিল । রাজী নাম দিতু তার নিকটে রহিল ॥ পরে দেখি এ বিদ্যায় নাহি হয় ধন । শিক্ষিতে ইংরাজী বিদ্যা রত হল মন ॥ কোন খ্ৰীষ্টীয়ান দয়া করি অতিশয় । শিক্ষণইল নানা বিদ্যা যাতে জ্ঞান হয় ৷ ক্রমে২ জানিলাম ক্ৰাইষ্ট মহাশয় । করিতে পারেন স্থষ্টি স্থিতি ও প্রলয় ॥ ইহাতে যবন ধৰ্ম্মে হইল অনাদর । বিশেষ কহিতে তার হইবে বিস্তর ॥ মাহমুদ জ্ঞান হইল উটের রক্ষক । মৌলবি মওলনা আদি সব প্রতারক ॥ জানিয়া সে ধৰ্ম্ম তেজি না মানি কোরান । সে আচার মধ্যে রইল খানা পরিধান ॥ খ্ৰীষ্টীয়ান ধৰ্ম্মে স্থির করিলাম মন । হেন কালে হইল কিছু ধন উপার্জন ॥ তাহার বিশেষ ভাই লেখা মত নয় । পরে কি হইল তাহা শুন মহাশয় ॥ আসিয়া মিলিল এক দ্বিজ স্থপণ্ডিত । বেদাস্তের ব্যাখ্যা শুনি হইল্প বাধিত । কিছু কাল তার কাছে শুনিয়া বিশেষ । ক্ৰাইষ্ট প্রতি আতিশয় হইল দ্বেষ ॥ পরেতে হিবরূ শাস্ত্রে পাইলাম মৰ্ম্ম । যেমনে হইল জন্ম আর তার কৰ্ম্ম ॥