পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট-সংবাদ পূর্ণচন্দ্রোদয় হইতে সঙ্কলিত 4 مباريا হওয়া গেল যে কলিকাতার সাধারণ বিদ্যা বৃদ্ধার্থক সমাজাধিপতি সাহেবের ঢাকা সহরে ইংরাজি বিদ্যাধ্যয়ন কারণ এক নূতন বিদ্যালয় স্থাপন করিতে নিৰ্দ্ধারিত করিয়াছেন এবং তাহার ব্যয় নিমিত্ত প্রতিমাসে ৫০ পঞ্চশত মুদ্রা দান করিবেন। ঐ বিদ্যা মন্দির স্থাপন নিমিত্ত স্থান ক্রয় বা ভাড়া করণার্থ তৎপ্রদেশীয়দিগের নিকটে চাদ দ্বারা মুদ্র প্রার্থনা করিয়াছেন তদ্বিষয়ে কথিত এলাকার শ্ৰীযুত একটাং কমিস্তনর সাহেবেরা তথাকার লোকের দিগের নিকট এক পত্র প্রেরণ করিয়াছেন তাহাতে ব্যক্ত করিয়াছেন যে উক্ত পাঠশালায় তৎপ্রদেশীয়দের নীতিবিদ্যা ও জ্ঞানোদয় অত্যুত্তম রূপে হইতে পরিবেক যাহা হউক শ্ৰীযুত দিগের কৃপাবলোকনে এতদেশীয় লোকের দিগের ক্রমেতে উপকার দর্শিতেছে কেননা বিষ্ঠা দান বিষয়ে ইহারা যাদৃগ যত্নবান তাদৃগ পূর্বে হিন্দু ও মুসলমান রাজারদিগের অধিকারে ছিল না । ( ৬ অক্টোবর ১৮৩৫ । ২১ আশ্বিন ১২৪২ ) রাজ্যশাসন ॥—...ইংলণ্ডাধিপতির অধিকারের একাংশে বঙ্গ প্রদেশ মধ্যে যে কতেকগুলিন হিন্দু প্রজার স্ব২ ধৰ্ম্ম প্রতিপালন নিমিত্ত সৰ্ব্বদা সযত্ব আছেন সে হতভাগ্য দিগের প্রতি ভূপতির দৃকপাত কিছুমাত্র নাই যেহেতু কালবশতঃ দ্বিতীয় কাল স্বরূপ মিসিনরি দলপতিরা এতদ্দেশে আসিয়া হিন্দুদিগের ধৰ্ম্মনাশে অনায়াসে দেশ বিদেশে ছদ্মবেশে ভ্রমণ করিতেছেন ও অনেকানেক লোককে তং পথাবলম্বী করিয়াছেন এবং কি প্রকারে একেবারে এদেশস্থ সমস্ত মনুষ্যদিগকে কুহকে ফেলিয়া তাহারদিগের জাতি ধ্বংস করিবেন তাহাতেই অবিরত অভিরত আছেন— অতএব এতদ্বিষয়ে যদ্যপি রাজ্যাধিপতির মনোযোগ থাকিত তবে মিসিনরিদিগের পরম সহায় থাকিলেও সহসা এতাদৃশ দুঃসাহসিক কৰ্ম্মে উৎসাহপূর্বক প্ৰবৰ্ত্ত হইতে পারিত না – দ্বিতীয়তঃ আমারদিগের ধৰ্ম্মনাশের প্রধান কারণ এই দুষ্ট হইতেছে যে এক্ষণে ধনেপোর্জন নিমিত্ত সৰ্ব্বত্রীয় জনগণ প্রায় আপন আপন ভাষার দুর্দশ করিয়৷ স্বীয়২ বালকদিগকে কেবল ইংলণ্ড দেশীয় বিদ্যাধায়ন করণে প্ৰবৰ্ত্ত করান, মুতরাং ঐ সকল বালক শিশুকাল পৰ্য্যন্ত অস্তঃকরণে যদ্যপি সৌহার্দ্য ভাবে তদ্বিদ্যাস্বাদনে কাল যাপন করে এবং আপনারদিগের ভাষান্তর্গত ইতিহাসাদি শাস্ত্র হইতে বহিষ্কৃত থাকে তবে তদ্ধৰ্ম্মমতাবলম্বী হইবে তাহাতে অসম্ভব কি দেখ বনের পক্ষিকে ধুত করিয়া ক্রমাগত অবিরত পড়াইতেই তাহারদিগের স্বজাতীয় রব বিস্মৃত হইয় অনায়াসেই রাধাকৃষ্ণাদি নাম বলিয়া তৎপ্রতি পালকের মনস্কাম পূর্ণ করে। অতএব যদ্যপি শ্ৰীশ্ৰীযুত এমত আজ প্রচলিত করেন যে পৃথক দেশে স্বদেশীয় ভাষা সম্পূর্ণ রূপে প্রচলিত রাখিয়া তত্তম্ভাষা ও রাজ ভাষায় সৰ্ব্ব কৰ্ম্ম সম্পন্ন হয় তাহাতে ধৰ্ম্ম হানি কোন মতে হইতে পারে না—