পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b" মংবাদ পত্রে মেকালের কথা তংপরে এতদ্দেশীয় ছাত্রেরদের মধ্যে মুদ্র পুরস্কার বিতরণ করা গেল । অনস্তর ইঙ্গলগুীয় বিদ্যা শিক্ষিত ছাত্রেরদের অতিমনোযোগ পূর্বক দেড়ঘণ্টা পৰ্য্যস্ত ইঙ্গলওঁীয় বিদ্যা ও পুরাবৃত্ত বিবরণ ও গণিত শাস্ত্র প্রভৃতিতে পরীক্ষা গ্রহণ করিলেন । পরে শ্ৰীযুত সর এডার্ড রায়ন সাহেব কহিলেন যে আমি ও অন্যান্য উপস্থিত সাহেবেরা এতদেশীয় ও ইঙ্গলওঁীয় বিদ্যাতে ছাত্রেরা যে রূপ পরীক্ষেত্তীর্ণ হইয়াছেন তাহাতে পরম সন্তুষ্ট হইলাম এবং তাহারা যে রূপ স্বশিক্ষিত হইয়াছেন তাহাতে বিদ্যালয়ের অধ্যাপকেরদের অনেক প্রশংস হয় ইত্যাদি ব্যাপার সমাপনের পর ঐযুক্ত সাহেবের ঐ বিদ্যালয়হইতে কলিকাতায় প্রত্যাগমন করিলেন । পুস্তকালয়স্থ মেজের উপরে ছাত্রেরা দেশীয় নকশা ও অন্যান্য কতক প্রকার নকশা দশাইলেন। বিশেষত দেশীয় নকশার মধ্যে কোন২টা অত্যুত্তম রূপে প্রস্তুত হইয়াছিল । তন্মধ্যে প্রধান সম্প্রদায়ের অন্তঃপাতি শ্ৰীযুত রামরত্ব সখার কৃত নকশা অত্যুৎকৃষ্ট হইয়াছিল তন্নিমিত্ত র্তাহাকে উপযুক্ত পুরস্কার প্রদত্ত হইল । [ হরকরা ] ( ৯ মার্চ ১৮৩৯ । ২৭ ফাল্গুন ১২৪৫ ) হুগলির কালেজ —শুনা গেল যে শ্ৰীযুত সদলগু সাহেব শ্ৰীযুত ডাক্তর ওয়াইজ সাহেবের পরিবর্তে হুগলির কালেজের প্রধানাধ্যক্ষ হইয়াছেন এবং শ্ৰীযুত সদলগু সাহেবের পরিবর্তে শ্ৰীযুত ডাক্তর এসডেল সাহেব নিযুক্ত হইয়াছেন । ( ১ ফেব্রুয়ারি ১৮৪০ । ২০ মাঘ ১২৪৬ ) হুগলির কালেজ —আমরা অবগত হইলাম যে চুচুড়াতে জেনরল পেরন সাহেবের যে বাট পশ্চাৎ বাবু প্রাণকৃষ্ণ হালদারের অধিকৃত ছিল সেই বাট সাধারণ বিদ্যাধ্যাপনীয় কমিটি হুগলির বিদ্যালয় করণার্থ ক্রয় করিয়াছেন এবং প্রায় মাসাবধি ঐ বাটীতে ছাত্রেরদের পাঠন রম্ভ হইয়াছে। কথিত আছে যে উক্ত বাটীর মূল্য ২২০০০ টাকা এবং ঐ বাটীর প্রশস্ততা ও নিৰ্ম্মাণ করাতে যে ব্যয় হইয়াছে তাহ বিবেচনা করিলে বোধ হয় যে উক্ত মূল্য অত্যন্ত্র । ঐ বাটীতে কালেজ প্রথম স্থাপন হইয়াছিল এবং এইক্ষণে তাহাতেই পুনৰ্ব্বার স্থাপিত হওয়াতে বিদ্যালয়ের বিলক্ষণ উপকার হইয়াছে যেহেতুক আমরা শুনিয়াছি যে এই অতিবৃহৎ ও মহোপযোগি বিদ্যালয়ের উপযুক্ত চুচুড়া ও হুগলির মধ্যে তাদৃশ অন্য বাটী नांझे । - এই সস্বাদ আমরা হরকরা পত্র হইতে গ্রহণ করিলাম। অপর গবর্ণমেণ্ট এই বাটী ক্রয় করণ বিষয়ে সদ্বিবেচনা প্রকাশ করিয়াছেন ইহাতে সন্দেহ নাই কারণ যদ্যপি হুগলির কলেজের বহুসংখ্যক ছাত্রেরদের নিমিত্ত প্রচুর স্থান করুণার্থ অনেক ব্যয় করিয়া এই বাটী আরো বৃহৎ করণ আবখ্যক হইবেক তথাপি আমরা বোধ করি যে এই বিদ্যালয়ের উপযুক্ত