পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

٢٣- صيفضي يبيعو سم. মংবাদ পত্রে মেকালেৰ কথা مساوی ইহাতে অনুমান করি যে এমত অভিধান পূৰ্ব্বে হয় নাই এ অভিধান প্রস্তুত হইলেই তাহার গুণ সকলে জানিতে পারিবেন। এবং কবিকঙ্কণ চক্রবর্তিকৃত ভাষা চণ্ডী গান পুস্তক নানাপ্রকার লিপি দোষেতে নষ্টপ্রায় হইয়াছিল তৎপ্রযুক্ত শ্ৰীযুত জয়গোপাল তর্কালঙ্কার বহু দেশীয় বহুবিধ পুস্তক একত্র করিয়া বিবেচনাপূৰ্ব্বক গ্রন্থ প্রস্তুত করিয়া ছাপা করিতেছেন অনুমান হয় যে লাগাদ শ্রাবণ ভান্দ্র সমাপ্ত হইতে পারে। ( ৫ জুন ১৮১৯ । ২৪ জ্যৈষ্ঠ ১২২৬ ) নূতন পুস্তক —শ্ৰযুত বাবু রামকমল সেন হিন্দুস্থানী ছাপাখানাতে এক নূতন পুস্তক ছাপাইয়াছেন তাহার নাম ঔষধসারসংগ্রহ অথবা সচরাচর ব্যবহৃত ঔষধ নির্ণয় এ পুস্তক অতি উপকারক এবং ঐ পুস্তকের মধ্যে ছাপ্পান্ন প্রকার ঔষধের বিবরণ ও তাহ খাইবার ক্রম সকল লিখিত আছে এবং কোন পীড়ায় কোন ঔষধ সেবন করা উপযুক্ত তাহাও লিখিত আছে। ইউরোপীয় বৈদ্যক শাস্ত্র বাঙ্গালী ভাষায় কেহ তৰ্জমা করে নাই এখন এই এক পুস্তক প্রকাশ হওয়াতে আমারদের ভরোস হইয়াছে যে ক্রমে তাবৎ ইউরোপীয় বৈদ্যক শাস্ত্র বাঙ্গালা ভtযায় প্রকাশ হইতে পারিবে এবং যদি এই ভরোসা সফল হয় তবে এতদেশীয় লোকেরদের যথেষ্ট উপকার হইবে । ( ১২ জুন ১৮১৯ । ৩১ জ্যৈষ্ঠ ১২২৬ ) নূতন পুস্তক —শ্ৰীযুত ফিলিক্স কেরি সাহেব ইংলণ্ডীয় পুস্তকহইতে সংগ্ৰহ করিয়৷ বিদ্যাহারাবলী নামে এক নূতন পুস্তক বাঙ্গালি ভাষায় করিয়া মোং শ্রীরামপুরে ছাপা করিতেছেন ইহাতে নানা প্রকার বিদ্যার কথা আছে ঐ গ্রন্থের মধ্যে আটচল্লিশ কিম্বা ছাপ্পান্ন ফর্দ একাকার কাগজেতে এবং অক্ষরেতে মাস২ ছাপা হইবেক । ঐ আটচল্লিশ কিম্ব ছাপ্পন্ন ফর্দেতে এক নম্বর দেওয়া যাইবেক ঐ এক২ নম্বরের মূল্য ২ টাকা । - ( ১৯ জুন ১৮১৯ । ৬ আষাঢ় ১২২৬ ) জগন্নাথ মঙ্গল –মোং কলিকাতাতে জগন্নাথ মঙ্গল নামে এক নূতন পাচলি গান স্বষ্টি হইয়াছে তাহাতে জগন্নাথ দেবের সকল বিবরণ আছে এবং রাগ ও রাগিণী ও তাল মানেতে পূর্ণ অদ্যাপি সর্বত্র প্রকাশ হয় নাই। ( ৪ সেপ্টেম্বর ১৮১৯ । ২০ ভান্দ্র ১২২৬ ) সকল বিশিষ্ট লোকেরদিগকে সমাচার দেওয়া যাইতেছে — শ্ৰীভগবদগীতা গ্রন্থ সংস্কৃত অষ্টাদশ অধ্যায় এবং তাহার প্রতিশ্লোকের যথার্থ অর্থ পয়ারে প্রতিসংস্কৃত শ্লোকের নীচে