পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ సిఫిఢ করা অভিকৰ্ত্তব্য এবং আবগুক এ কারণ শ্ৰীশ্ৰীযুত ইংগ্রগুের আয়িন মতে যে ভার ও ক্ষমতা প্তাহাতে আছে তদনুসারে কৌসলের সভাতে নীচের লিখিত ধারানুসারে আজ্ঞা প্রকাশ করিলেন । প্রথম ধারা ॥—কলিকাতা শহরের স্বপ্রীমকোট আদালতে এই আয়িনের রেজষ্টরী হওনের তারিখ অবধি ১৪ দিবস মেয়াদের পরে কোন ব্যক্তির এমত ক্ষমতা থাকিবেক না যে স্বয়ং কিম্বা অন্য কোন মন্থষ্যের দ্বারা শহরের মধ্যে কোন সমাচার পত্র কিম্বা অন্য কোন কাগজ অথবা কোন কেতাব উপরের লিখিত বিবরণ বিষয়ে অর্থাৎ সরকারী সমাচার ও রাজকীয় কৰ্ম্মের বিবরণ ও বাদানুবাদের ও সরকারের রীতি ও ধারাদির প্রসঙ্গে কোন ভাষাতে প্রত্যহ কিম্বা কোন নিরূপিত কালে হজুরের প্রধান সেক্টারি সাহেব কিম্বা তাহার প্রতিনিধির দস্তখত সম্বলিত শ্ৰীশ্ৰীযুতের হজুর কৌসলের লাইসেন্স অর্থাৎ অনুমতি পত্র ব্যতিরেকে ছাপা করে কিম্বা প্রকাশ করে । দ্বিতীয় ধারা ॥—যে ব্যক্তি শ্ৰীশ্ৰীযুতের ঐ অনুমতিপত্র লইতে চাহে তাহার কর্তব্য এই যে আপন দরখাস্ত সম্বলিত নীচের লিখিত বিষয়ে এক আফিডেবিট অর্থাৎ হলফনামারূপে এক লিপি প্রস্তুত করিয়া প্রধান সেক্টারি কিম্বা তাহার প্রতিনিধি যে সাহেব থাকেন তাহার নিকটে দাখিল করে। তাহীতে এই সমস্ত লেখা থাকিবেক প্রথম যে সকল লোক প্রিন্টর অর্থাৎ ছাপাকারী তাহারদিগের প্রত্যেকের নাম ও উপাধি ও নিবাস । দ্বিতীয় প্রত্যেক এডিটরের নাম ও ঠিকানা । তৃতীয় কাগজ ও কেতাবের মালিকের নাম ও ঠিকানা যদি তাহারা প্রিন্টর ও এডিটর ব্যতিরিক্ত দুই জমহইতে অধিক হয় তবে তাহারদের মধ্যে যে দুই জন কলিকাতা শহর কিম্ব তাহার আশপাশের নিবাসী ও অন্তাপেক্ষা অধিক অংশের মালিক হয় তাহারদের নাম ও ঠিকানা । চতুর্থ যে ছাপাখানায় ঐ কাগজ ও কেতাব ছাপ হইবেক তাহার ঠিকানা । পঞ্চম যে কাগজ ও কেতাব ছাপা করণের মনস্থ হয় তাহার নাম । তৃতীয় ধারা।—উপরের লিখিত তাবৎ বিসয় এক কাগজে লিখিয়া শপথ পূৰ্ব্বক আপন২ দস্তখত করিয়া দাখিল করিবেক তাহার প্রমাণার্থে তাহারদিগের আবৃগুক যে তাহার এই শহরের কোন জটিস সাহেবের সাক্ষাতে হলফ করে এ কারণ পুলিসের তাবৎ জষ্টিস সাহেবেরদিগকে হুকুম হইয়াছে যে যদি কেহ তাহারদের নিকটে এ বিষয়ের কারণ হলফ করিতে আইসে তবে তাহারা তাহার স্থানে রসুম রূপে কিছু না লইয়া দস্তুর মত তাহাকে হলফ করাইবেন । চতুর্থ ধারা —আফিডেবিট মতে এক কাগজে ছাপাকারী ও এডিটর ও মালিক লোকের নাম লিথিয়া দেওনের নিমিত্তে দ্বিতীয় ধারাতে হুকুম আছে অতএব যদি তাহারা চারি জনহইতে অধিক না হয় এবং তাহার শহর কলিকাতার কিম্বা ঐ শহরের আশপাশ দশ ক্রোশের মধ্যের নিবাসী হয় তবে ঐ সকল লোকের হলফ ও দস্তখত পূর্বক ঐ কাগজ দাখিল