পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম N9:4 ৩• বিমানবড়ু। মহাপ্রভুর প্রতিমূৰ্ত্তিকে উপরি স্থাপন করে ও বহন করে। ৩১ মুদলীভাণ্ডার। দ্বারে চৌকী থাকে বড় লোকেরদিগকে চামর ব্যজন নিমিত্ত চামর দেয় এবং জয় বিজয় দ্বারে চাবি দেয় ও চৌকি দেয়। ৩২ ছুতার । মহাপ্রভুর বিজয় সময়ে ছত্র ধরে । ৩৩ তরাসিক । মহাপ্রভুর বিজয় সময়ে তরাস ধরে । ৩৪ মেঘডস্কুর । মহাপ্রভুর বিজয়ের সময় মেঘডম্বর লইয়া বাহির হয়। ৩৫ মুদ্রা। মহাপ্রভুর পুষ্পাঞ্জলির সময়ে প্রদীপ লইয়া অগ্রে থাকে। ৩৬ পানীয়পট । জলপাত্র বড়ুর জিম্মায় দেয় ও বাসন সকল ধোয় । ৩৭ কাহালিয়া । সৰ্ব্ব যাত্রায় পূজার সময়ে ও পুষ্পাঞ্জলির সময়ে অৰ্চনা করে ও কাহালি বাজায় । - ৩৮ ঘণ্ট-য় | ভোগের সময় ও প্রতিমা বিজয়ের সময় ঘণ্টা বাজায়। ৩৯ চম্পতি টমকিয়া। পট স্বারের সময় ও মহাপ্রভুর বিজয়ের সময় টমক দেয় অর্থাৎ বাদ্য করে । ৪০ প্রধানি পাণ্ড ওগয়রহ । সেবক সকলকে ডাকে ও পরিছাকে স্বর্ণের বেত দেয় ও মুক্তিমণ্ডপস্থ ব্রাহ্মণেরদিগকে থালী থেচরী দেয় । ৪১ ঘটওয়ারী। চন্দন ঘষিয়া মেকাপের জিম্ম করিয়া দেয় এবং পৰ্ব্ব যাত্রায় ধূপ লইয়া সঙ্গে যায় । ৪২ বরীদিগা। পাকের জল দেয় ও উচ্ছিষ্ট মার্জন করে । ৪৩ সমন্ধ । ছোলা ফুটে ও কলাই বাটে । ৪৪ গৃহ মেকাপ ॥ কোট ভোগের অর্থাৎ রাজভোগের বাসন পরিষ্কার করে । ৪৫ যোগকম ৷ কোটভোগের দ্রব্য লইয়া আইসে । ৪৬ তোমাবতী ॥ রাত্রে কোটভোগের সঙ্গে প্রদীপ লইয়া যায় এবং হাড়ি ও কড়াই আনিয়া দেয় । 奪 ( ৮ অক্টোবর ১৮২৫ । ২৪ আশ্বিন ১২৩২ ) ৪৭ চাউল বাছা । চাউল ও মুগ বাছে । ৪৮ এলেক ॥ মহাপ্রভুর বিজয় প্রতিমার সঙ্গে চক্র লইয়া যায় এবং সকলের চর্চা করে । ৪৯ পাত্ৰক । সকল সেবক লোকেরদিগকে বাহির করিয়া দেউল শোধন করিয়া চৌকি শোয়। ৫• চুনরা। গরুড়ের সেবা করে এবং বড় দেউলের ধ্বজ রাখে ও মহাপ্রদীপ