পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/৪৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अनश्च्थ्fiन्दोङ्ग 8కి হয় ইহা ভাবিত রাজধানির পণ্ডিত ও সামাজিক পণ্ডিত এবং অষ্টাদশ ভাষা দ্বাদশ ভাষা এবং সেই সেই বিদ্যাতে এমৎ পণ্ডিত সাহেব লোকের নিকটে দিলাম তাহারা বিবেচন৷ পূর্বক স্বাক্ষর দ্বারা এই গ্রন্থে এইরূপ সম্মতি লিখিয় দিয়াছেন তাহার এইক্রম জানিবেন। শ্ৰীমুবাশাস্ত্রী সন্মস্থতেন্মামুংগ্ৰন্থ সাকিম সদরদেবানি আদালত, জীতারাপ্রসাদশষ্মণ: সম্মতোয়ং গ্রন্থঃ সাকিম সুবরমকোট আদালত, শ্রীরামনাথশৰ্ম্মণ: সম্মতমেতৎ _ সাকিম্ কালেজ কৌনশল, এই পুস্তকের প্রথমাংশে ৩• • সংস্কৃত শ্লোক ; দ্বিতীয়াংশে এই সকল শোকের পয়ার ছন্দে বঙ্গানুবাদ । এই বঙ্গানুবাদের কয়েক পংক্তি উদ্ধত করিতেছি : ঐগুরু চরণ পদ্মে করিয়া প্ৰণতি । এই গ্রন্থ পুনৰ্ব্বার পয়ারে সঙ্গতি । করিতে আমার চিত্ত হইতেছে রত। সাধুজন কুপা যেন করেন সতত । দায়াধিকারিক্রম সংগ্ৰহ এতে । কহিতেছেন ঐবিপ্ৰ গদাধর স্বতে। মহারাজ কোম্পানির আদালতের সার। সুকুমার মতিদের নানা উপকা । মনু বাক্য অলঙ্কার উত্তম পুস্তকৃ। ধনভাগ সকলের সংশয় হারকৃ ৷৷ ১ ৷ উত্তম পণ্ডিত সকলের মনোনিত । কুমত জনিত ৰাদ তমো বিনাশিত । নির্ঘণ্টন যুক্ত ছাপায় তোষের বিস্তার । শ্রবণ করহ ওহে গুণি পারাবার ৷ ২ ৷ পরগুণে আমোদিত সদাচিত্ত যার । বিদ্যাবিষয়ক শ্রম বিদিত র্তাহার । এইমত পণ্ডিত যত সাধুজন । পরিতোষ হন যথা তথাই বাসন ॥ ৩ । ভূতলেতে দায়ভাগের গ্রন্থ মিলে যত । সেসকল বৃক্ষতুল্য জানহ নিশ্চিত ৷৷ ৪ ৷ বিবাদের ভাল পাল কুতর্ক কেবল । ফাকিরূপ ফুল ফোটে মীমাংসাই ফল। ৫ ৷৷ ( ১খ ) দত্তকৌমুদী । ১৮২২ । পৃ. ১৯-২৮ ( সংস্কৃত শ্লোক ও শুদ্ধিপত্র ), পৃ. ২৯-৪১ ( পয়ারে বঙ্গানুবাদ ) । ইহ প্রকৃতপক্ষে প্রথমোক্ত গ্রস্থের ২য় খণ্ড । পুস্তকে গ্রন্থকারের নিবেদন ঠিক পূৰ্ব্ববৎ, কেবল পুস্তকের নাম "দত্তকৌমুদী” দেওয়া আছে । ৪০ পৃষ্ঠায় নিম্নলিখিত শ্লোকে পুস্তকের রচনাকাল পাওয়া যাইবে :--- বিক্রমাদিত্যের সতর শ চত্তাল্লিয়ে । শকাব্দে শুভেতে রবি আছে কক্সা মাষে । রাজাধিরাজ কোম্পানির বিদ্যমান সনে । আঠারশবাইস শালে সৰ্ব্ব সমাধানে ৷৷ ২৯৮ ৷৷ (২) মিতাক্ষর দপণ । ১৮২৪ । পৃ. সংখ্যা ৪৩৬ । বঙ্গীয়-সাহিত্য-পরিষদ গ্রন্থাগারে এই পুস্তকের একাধিক খণ্ড আছে । পুস্তকখানির আখ্যাপত্র এইরূপ :– - The Mitakshara Darpana | Translated from the Sungscrit into the Bengali Language | For the use of the Public Colleges | By Lukshmi Narayan Nyayalankar Librarian of the Government Sungserit College of Calcutta | — | মিতাক্ষরা দর্পণ । শ্ৰীলক্ষ্মীনারায়ণ গুয়ালঙ্কার কর্তৃক সংগৃহীত। গৰনরমেন্ট কালেজ কৌশলের নিমিত্তে | কলিকাতা মহানগরে মুদ্রিত হইল | সন ১২৩১ সাল | — | Printed by J, Lavandier No. 8, Sheebtollah Lane | 1824 | পুস্তকের ভূমিক-স্বরূপ লক্ষ্মীনারায়ণ লিথিয়াছেন – মহর্ষি ষাজ্ঞবল্ক্যপ্রোক্ত ধৰ্ম্মশাস্ত্রকে বিজ্ঞানেশ্বরাচাৰ্য্য বিস্তার করেণ এই গ্রন্থের নাম মিতাক্ষর