পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[  ]

 ৪। অগ্রে কিম্বা পরে এক স্বর না থাকিলে হল্‌ বর্ণের উচ্চারণ হয় না। যথা ইক্‌। পূর্ব্বে ই আছে বলিয়া ক্‌ উচ্চারণ করা গেল। অথবা পরে ই থাকিলেও ক্‌ উচ্চারণ করা যায়; যথা কি। এইৰূপ ঋক্, কৃ। যখন হল্‌ বর্ণ স্বরের সহিত মিলিত না থাকে তখন উহার নীচে ্‌ এই চিহ্ন থাকে। যদি এই চিহ্ন অথবা ই উ ইত্যাদি স্বর মিলিত না থাকে, তাহা হইলে বুঝিতে হইবেক তাহাতে অ যুক্ত আছে। যেমন ক খ ইত্যাদি।

 ৫। হল্‌ বর্ণের মধ্যে স্বর না থাকিলে দুই তিন হল্‌ বর্ণ একত্র মিলিত হয়। এইৰূপে দুই অথবা তিন হল্‌ বর্ণ মিলিত হইলে তাহাকে সংযুক্ত বর্ণ কহে। যথা ক ন্ম স্ব ক্ষ্য ইত্যাদি। ক্ র মিলিত হইয়া ক্র হইয়াছে; কিন্তু যদি ক এই বর্ণের পর অ থাকিত তাহা হইলে ক্র না হইয়া কর হইত।