পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[ ১৭ ]

সুবন্তপ্রকরণ।


 ৫৪। প্রথম, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এই সাত বিভক্তি। শব্দের উত্তর এই সাত বিভক্তি হয়। এই বিভক্তি যুক্ত হইলে শব্দকে সুবন্ত ও পদ বলা যায়।

 ৫৫। এক এক বিভক্তির তিন তিন বচন, একবচন, দ্বিবচন, বহুবচন। শব্দে একবচনের বিভক্তি যোগ করিলে একটা বস্তু বুঝায়; দ্বিবচনের বিভক্তি যোগ করিলে দুটা বস্তু বুঝায়; বহু বচনের বিভক্তি যোগ করিলে অনেক বস্তু বুঝায়। যেমন, ঘটশদের প্রথমার একবচনে ঘটঃ। দ্বিবচনে ঘটৌ, বহুবচনে ঘটাঃ। ঘটঃ বলিলে একটা ঘট বুঝায়; ঘটৌ বলিলে দুটা ঘট বুঝায়; ঘটাঃ বলিলে অনেক ঘট বুঝায়। বহুবচনে তিন অবধি পরার্দ্ধপর্য্যন্ত সকল সংখ্যাই বুঝায়।

 ৫৬। কোন শব্দে কোন বিভক্তি যোগ করিলে কেমন পদ হয় তাহা ক্রমে লিখিত হই-