পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᏔᎯ কলঙ্ক ভঞ্জন । এর প্রধান কারণ—ভাই, সমাজের কথা চুলোয় যাকৃ– আমার মা, ভগ্নি এরাও প্রাণাধিক রাধিকাকে অসতী বলেন, —স্ত্রী অসতী, একথা শুনলে কার না বক্ষঃস্থল বিদীর্ণ হয়— গীত। রাগিনী বারোয়া-আড়াঠেকা । তারে কলঙ্কিনী কয়। লোক-অপবাদ শেল-আঘাত, প্রাণে কি সয় ॥ প্রাণ প্রতিমা রাধী—শ্যাম-প্রমে বাধা, শ্যাম-জীবন-ধন আমার সে নয়। প্রতি-অ্যা, বল কি—এমন কথাও কি মুখে আনতে আছে—রাধিক লক্ষ্মী-স্বরূপ, তাকে অসতী বলে এমন সাধ্য কার-ভাই ও সব কথায় তুমি কর্ণপাতও করোনা, লোকে ঘরে বসে কাকে কি না বলে—জন-শ্রীতি শুনে এরূপ ব্যাকুল হওয়া, তোমার কোন ক্রমেই উচিত হয় না-ভাই বেলাটা অধিক হয়ে পড়েচে-আমি তবে এখন চল্লেম্— কাল আবার দেখা হবে । (প্রস্থান । )