পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ কলঙ্ক ভঞ্জন । কৃষ্ণ-তার আর বিচিত্র কি বল-আমি অবশ্যই তোমাদের এ সাধ পূর্ণ করবো— বৃন্দে-শ্যাম, এই গুণেই তোমার লোকে ইচ্ছাময় বলে—প্রাণসখী না বুঝেই কি আত্ম-সমৰ্পণ করেচেন। চম্পক—দৈ চকোর না হলে সুধাকরের সুধা আর কে পেতে পারে বল নৃত্য ও গীত । সখিগণ— রাগিণী পিলু-খেমটা । রাই সুধাকর, তু শ্যাম চকোর। পান কর মধু প্রাণ ভরি হে, সুধা-দানে মোরা নহি কাতর ও শ্যাম-চকোর। প্রেম-ভিখারিণী, মোরা সব হে, প্রেম-আশে নিশি করিব ভোর ও শ্যাম চকোর। রাধিক। নাথ, অকস্মাৎ মন আমার এতো চঞ্চল হচ্চে কেন ? বোধ হচ্চে যেন কোন ঘোর বিপদ উপস্থিত-আমারকি চিত্ত-ভ্রম হচ্চে-নামখান্তক ভাবি দুঃখের ভার মন্‌ কে এরূপ করচে ? আমি যে এর কারণ স্থির করতে পারুচিনে—নাথ, মন যে আর প্রবোধ মানুচে নী—বোধ হচ্চে যেন আয়ান এখানে আসচে—