পাতা:সতুর মা.djvu/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্ততক্ষণ" রম বুঝিলেন একজনের দুঃখ দূর করতে আর একজনের r বা নাচে। ন্যূনতারা ট্রনি একলা মানুষ BBBBS BBSBBJSBBS BMSMTJSBJJLLS আসিয়াছে, কোন দিন কাহাকেও কিছুর ভাগ দিতে শিখে নাই। নিজে জন্মাবধি দুঃখ কাহাকে বলে কখন জানে নাই, প্রিয়জনের বিচ্ছেদ কি তাহ কোন দিন বুঝে নাই, সুতরাং, পরের অভাব নিজের মত করিয়া অনুভব করিতে ' শিখে নাই। তাই রমাদেবীর মুখে শোভনার কাহিনী শুনিয়া তাহার পিতা ও স্বামীর মন যখন করুণায় গলিয়া গেল, নয়নতারা তখন এক বীর মমতা বিহীন নেত্রে তাহার প্রতি দৃষ্টি করিয়া মনে মনে ভাবিল—তবে এ অলক্ষণ মেয়েটা আমাদের বাড়ী না এলেই ভাল হত। শোভনার প্রতি স্নেহ ত হইলই না বরং এত বৎসর এক ভাবে পৃথিবীর যাবতীয় মুখ এক উপভোগ করিতে করিতে হঠাৎ শোভনাকে তাহার ভাগ দিতে হওয়ায় নয়নতারার বড় কষ্ট বোধ হইল। শোভনার আদর দেখিয়া, ভিতরে ভিতরে মনটা তাহার ঈর্ষায় জ্বলিতে লাগিল। ইহার উপর আবার বৎসর কয়েকের মধ্যে এমন একটি ঘটনা ঘটিল, যাহাতে শোভনার প্রতি নয়নতারা একেবারেই বিমুখ হইল। ԶՎԵր