পাতা:সতুর মা.djvu/১৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অলক্ষণ নয়নতারার বিদ্বেষবহ্নি তাঁহাকে স্পর্শ করিতে পারিত नी । কিন্তু সুখ কখনও চিরস্থায়ী হয় না। তাহার যখন ইচ্ছা তখনই যায় ; কাহারও অনুরোধ উপরোধ মানে না, দুঃখ বেদন বুঝে না—যাহার আশ্রয়ে থাকে, তাহাকে পদদলিত করিয়া যাইবার সময় একবার তাহার মুখের দিকে ফিরিয়াও চাহে না । শোভনার সুখও চিরস্থায়ী হইল না। তাহার পচিশ বৎসর বয়সের সময়—“মা তোর কিছু করে যেতে পারলুম না, যা ভেবেছিলুম তার কিছুই হলনা”— অশ্রুপূর্ণ নেত্রে এই কথা কয়টা বলিয়া, নয়নতারার অজ্ঞাতসারে তাহাকে কয়েক শত টাকা ও কয়েকট অমূল্য উপদেশ দিয়া এবং নয়নতারাকে তাহার প্রতি মমতা করিতে অনুরোধ করা বৃথা জানিয়া, জামাতাকে শোভনার মরণাবধি তাহাকে যত্নে রাখিতে অনুরোধ করিয়া, একদিন বসন্তের নীরব সন্ধ্যায় কণ্ঠা জামাতা ও সাধের নাতি নাতিনীগুলিকে আশীৰ্ব্বাদ করিয়া, নয়নতারা ও শোভনার ঐকান্তিক সেবা যত্ব বিকল করত রমাদেবী শান্তিময়ের শান্তিধামে চলিয়া গেলেন ! এইবার শোভনা যথার্থই মাতৃহীন হইল! তাহার আশা উৎসাহ, আনন্দ এবং তৃপ্তিও রমাদেবার সহিত > 8 o