বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఘోలి হইয় প্রত্যপকার কল্লিতে স্থির করিল। তাছাতে এক পৰ্ব্বসময়েতে তাহীদের কতক গুলি স্ত্রী পুরুষৰেশ ধারণ করিয়ুশ স্লাৰ্ত্ত গণের মধ্যে প্রৰিষ্ট হইয় প্রধান ২ সেনাপতিদিগকে স°২হার করিল। অণথিয়ণ নামে তাহদের রাজা য়েই দিবসে অাথিনী নগরহইতে প্রেরিত এক পত্র পাইয়াছিলেন। যুহাতে উপরের লিথিত এই বৃত্তান্ত ছিল ; কিন্তু রাজা ঐ সমাচার সম্বলিত পত্র পাইয়া তদিবসে ব্যক্ত না করিয় তাহা সঙ্গোপনে রাথিয় । কহিলেন, যে অদ্য অণমাদিগের পর্বদিবস, কল্য এই রাজকীয়ু কৰ্ম্ম বিবেচিত হইবে . তাহাতে তিনি অগ্ৰেতেই শতুহস্তে হত হইলেন । দেখ, আলসেতে তিনি নিজ প্রাণ হারাইলেন । অতএব যদি আমরা সুখ সম্ভোগার্থে উচিত কৰ্ম্মে আলস্য করি, জবে অবশ্যই আমাদিগের ক্ষতি হইবে । যদ্যপি প্রথমে না হয় তথাপি শেষেতে নিতান্তই হয়। পিলপিদা নামে থীৰীয় এক বিখ্যাত ব্যক্তি ঐ সময়েতে থিবীয় দেশের এক পরমোপকার’ করিলেন ; কেনন। তিনি অ্যাথিনী লোকহইতে সৈন্য প্রাপ্ত হইয় গান্ধী সৈন্যকে দুহিইতে দূর করিয়ু নগরের পরিত্রাণ করিলেন। ইপামিনদী নামে এক বিশিষ্ট ও পরাক্রমশালি জন পিলপিদার মিত্র ছিলেন, তিনি ঐ সময়েতে থিবীয়-সৈন্যের প্রধান সেনাপতি নিরূপিত ছিলেন। পরস্তু তিনি জ্ঞানেতে শু:সংক্রিয়াতে মহা বিখ্যাত ছিলেন । তাহার এক প্রধান গুণ এই যে তিনি কথন মিথ্য ৰাক কহিতেন না, সৰ্ব্বদা সত্য বাক্যই কহিতেন। তাহার যদি অন্য গুণ না থাকিস্ত তথাপি সত্য বাক্যের প্রভাৰে তিনি মহা প্রশ্ন-সার যোগ্য হইতেন । কিন্তু যেখানে সত্য গুণ অাছে সেখান তাৰৎ প্রশস্ত ৪ণ স্থিতি করে ।