বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯৭ তবে সে জন আপনার পক্ষে ততোধিক হিন্২সা দোহ করে। উপদ্রবকারিদিগের বিবরণে ইহার অনেক প্রমাণ প্রাপ্ত হইবে । ഞ്ഞ5:ജ ২৭ সগুfবণশতিতম আধ্যায় । তিতমানীয়তকাত নামে এক প্রধানকর্তার বিরণ । سامسساس س এক যুদ্ধতি স্ত্রীর গৰ্ব্বদ্বারা. রোমিদিগের কর্তৃত্বপদের । নিয়ম পরিবর্ত হইল। রোম নগরেতে দুই প্রকার লোক ছিল, সেই উভয়ের মধ্যে প্রধান লোক శ్రా, ও সাধারণ লোক লৌকায় বলা যায়। পৈত্রিয়দের মধ্যহইতে প্রধানকৰ্ত্ত নিরুপিত হইত। ফাৰীয় আম্বস্তু নামে এক পৈত্রিয় মানুষের দুই কন্যা ছিল । অার এক পৈত্রিয় ব্যক্তির সহিত তাহার জ্যেষ্ঠা কন্যার বিবাহ হইয়াছিল ; ও লেীকীয় একের সহিত কনিষ্ঠা কন্যার বিবাহ হইয়াছিল। ঐ লোকীয় ব্যক্তির পত্নী সেই পৈত্রিয় মনুষ্যের পত্নীর ঐশ্বৰ্য্য দেথিয় দ্বেষ করিতে লাগিল, এব-২ঐ চিন্ততে অতি ক্ষীণা হইয়া গেল ; তাহাতে তাহার স্বামী ও পিতা সুেহপূর্বক জিজ্ঞাসা করিল, যে তোমার મૂঞ্চের ও ভাবনার কারণ কি ? তাহাতে সে তাহ কহিলে তাহার স্বামী ও পিত৯শুনিয় তাহাকে-আশ্বাস দিয়া কলহলেন, যে তুমি ঐ রূপ ঐশ্বৰ্য্য প্রাপ্ত হইবা ১ পয়েতোহ্বারা মহা যত্ব পৰ্ব্বক তাহার অভিলাষ পর্ণ করিলেন। এবs তথন লিসিনীয় স্তোল নামে তাহার স্বামী ও স্বকীয় মিত্র সেকন্তীয় এই উভয় শাসনকর্তৃপদে নির পিত হইলেন। লিসিনীয়ের উচ্চ পদ প্রাপ্তির দুই বৎসর পরে রোম নগরে এক মহ ভূমিকম হইল। তাছাতে রোমীয়দের সব সা