বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Se e গলীয় ব্যক্তি আপনার প্রদীপ্তাত্ৰ শস্ত্র ধারণ করিয়া সাহস্কার বাক্য কহিয়া যুদ্ধ করিতে উপস্থিত হইল। যুদ্ধারম্ভ হইলে অতি শাস্তু তাহার মহা গৰ্ব্ব ও খৰ্ব্ব হইল, যে হেতু ভিত তাহাকে ཨཱ་ཀ་ར་(རྒྱ་ করিলেন । নিয়মানুসারে তাহার তাবৎ মূল্যৰদ্বস্তু তিনি নাসইয়া কেবল তাহার স্বর্ণময় হার লইলেন, এই “কৃণরণ তাহার উপনাম তখন তর্কত হইল ; কেননা রোমীয় ভাষাতে হারের নাম তকাত বলা যায়। রোমি সৈন্যেরা আহ্বাদিত হইয়া তিতকে আলিঙ্গন ও প্রশ৭২সা করিতে দেীড়িতে লাগিল ; ও প্রধান সেনাপত্তি পরম তুষ্ট হইয়। সৰ্ব্ব জনগোচরে তাহাকে প্রশংসা করিয়া পুরস্কারার্থে এক স্বর্ণ মুকুট প্রদান করিলেন । তৎপরে তিত কর্তৃত্বপদে তিন বার ও প্রধান কর্তৃত্বপদে এক “বার নিযুক্ত ছিলেন । তাহার কর্তৃত্বপদের এক সময়ে লাটিন ও রোমিদের সহিত এক যুদ্ধ হইল। তৎকালে রোমি সেনাদের এক নিয়ম কল্পিত ছিল, যে যুদ্ধ কালে যদি কোন সৈন্য আজ্ঞা ব্যতিরেকে “আপনাদিগের সৈন্য শ্রেণী হইতে বাহির হয়, তবে তাহার প্রাণ দণ্ড হইবে, થે যুদ্ধ সময়ে তিতের পুত্র লাটিন সৈন্যের এক,দলের সম্মুখস্থ হইলে মিতীয় নামে ঐ দলের সেনাপতি তাহাকে উপহাস পূর্বক যুদ্ধ করিতে আহ্বান করিলেন। তাহাতে তিতের পুত্র ক্রোধ ও লজ্জাম্বিত হইয় আপনাদিগের কল্পিত নিয়ম বিস্মৃত হইয়। সৈন্য শ্ৰেণীহইতে নিগত হইল,ও ঐ সেনাপতির সহিত যুদ্ধ করিয়া অতি শৗস্তু জয়যুক্ত হইলেন । 4. পরে ঐ হত সেনাপতির তাবৎ পরিছদ গ্রহণ করিয়া স্বীয় পিতার তামুর মধ্যে গিয়াঁ তাহার, চরণে প্ৰণাম