>}• দিওনিশিয় যে পুনৰ্ব্বার দিওনকে আনিবার প্রতিজ্ঞ করি: য়াছিলেন তাহ জানিয়া পুতো দুই বৎসরের পরে পুনশ্চ সি• কিলী দেশেতে গমন করিলেন । দিওনিশিয় প্রাতোর আগমন সম্বাদ পাইয়া শ্বেতৰুণ অশ্ব চতুষ্টয় যুক্ত মনোহর রখারোহণ করিয় ভাহার সহিত সাক্ষাত করিতে গেলেন,এৰ^ ঐ রখেতে তাহাকে লইয়। তিনি স্বয় সারথি হইয়া নগয়েতে আনয়ন করিলেন। সিকিলী লোরে। তাহার আগমনেতে মহাসন্তুষ্ট হইল" এব০২ অনেক দিন পর্যন্ত রাজা ও প্রজাগণের সহিত তাহার ইষ্টালাপ হইল। পরে রাজা তাহার প্রতি অনুগৃহ প্রকাশ করিয়া স্বর্ণের অসি তালান্ত অর্থাৎ এৰু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পুরস্কার দিলেন । পুতে। তদবধি রাজধানীতে মহামান্য ছিলেন, ও ঐশ্বৰ্য সুখভোগেতে কালক্ষেপণ করিলেন । তখন তাহার বিপক্ষগণ কহিল, যে ইহার এই অহঙ্কারের চিহ্ন। সপক্ষগণ কহিল, যে তাহ নয়, পরন্তু এই ইহার জ্ঞানের চিহ্ন বটে। দিওনকে পুনৰ্ব্বার আনাইতে দিওনিশিয়কে পুতো সম্মত করিতে পারলেন না; তাহাতে পরল্পরের প্রতি পরল্পরের চিত্ত ভার হইল। পরে পুতো স্ব দেশে প্রস্থান করিলেন। একাশৗতি বৎসর বয়ঃপ্রাপ্ত হইলে তিনি আপন মিত্র দিওনের মৃত্যুর পূৰ্ব্বে স্ব দেশে প্রাণ ত্যাগ করিলেন । t এই রূপে দিওনিশিয় প্লাড়োর দ্বারা ত্যক্ত হইয় যে সকল সূশিক্ষা পাইয়াছিলেন, তাহ মন্ত্ৰিগণের স্তুতিবাদদ্বারা অতি শীঘ্র বিস্কৃত হইলেন। দিওন বিষয়ে তিনি অপম প্রতিজ্ঞার অন্যথা করিলেন কেবল তাহ নয়, পরন্তু তাহার ভাষাকে বিৰাহ করিতে এক মন্ত্রির প্রতি সমগণ করিলেন । ঐ দূৰ্বীকৃত দিওন এই সমাচার পাইয়া মহাকাপাৰিষ্ট হইলেন পৰুে
পাতা:সত্য ইতিহাসসার.djvu/১১৯
অবয়ব